Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামুতে পাওয়াগেল ‘শীর্ষ ডাকাতে’র ক্ষতবিক্ষত লাশ

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ৩:৩১ পিএম

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ মইষকুম এলাকা থেকে ক্ষতবিক্ষত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের দেয়া খবরের সূত্র ধরে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি আবুল মনসুর। নিহত ব্যক্তি চিহ্নিত ডাকাত বলে দাবী করেন তিনি।

তিনি আরো জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মইষকুম এলাকায় নাইক্ষ্যংছড়ি চেকপোস্টের পশ্চিমে রাস্তার পাশে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ওই মৃতদেহটি আব্দুল্লাহ নামে এক ব্যক্তির। সে রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী উত্তরপাড়া এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে। সে এলাকার শীর্ষ ডাকাত। তার বিরুদ্ধে ৯টির অধিক মামলা আছে বলে শুনেছি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ