Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের প্রচারসভায় এবার প্রতিবাদী শিখ যুবক

প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সাদা হিজাব পরিহিতা মুসলিম মহিলার পর এবার লাল পাগড়িধারী শিখ যুবক। ডোনাল্ড ট্রাম্পের প্রচারসভায় ফের দেখা গেল এক প্রতিবাদীকে। মুসলিম মহিলার ন্যায় নিঃশব্দ বিপ্লব করেননি এই শিখ যুবক। বড় পতাকা তুলে প্রতিবাদ করতে দেখা গিয়েছে তাকে। দুই সপ্তাহের মধ্যে একই ধরনের ঘটনায় সাম্প্রদায়িকতার বিষয়টি ফের আলোচনায় ফিরেছে আমেরিকায়। রোববার আমেরিকার আইওয়া প্রদেশের রাজধানী শহরে এক নির্বাচনী প্রচারসভায় উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রাক নির্বাচনী সমীক্ষা অনুযায়ী আইওয়া প্রদেশে এগিয়েই আছেন তিনি। এদিন প্রচারসভায় বক্তব্য রাখার সময় নিজের স্বভাবসুলভ ভঙ্গীতেই মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছিলেন ট্রাম্প। তার কথায়, সর্বত্র আমরা ইসলামপন্থী সন্ত্রাস দেখতে পাছি। বিশ্বজোড়া এই সঙ্কটের মধ্যে দাঁড়িয়েও আমাদের প্রেসিডেন্ট কিছুই বলছেন না। যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমানহামলা চলে এবং পেন্টাগনেও হানা দেয় সন্ত্রাসবাদীদের বিমান আর তৃতীয় বিমানটিও অন্য কোথাও আছড়ে পড়তে যায়। যখন ক্যালিফোর্নিয়ার মানুষ নিজের বন্ধুদের উপর গুলি চালায়। ঠিক এই সময়েও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীর বক্তব্য থামিয়ে দিয়ে পতাকা তুলে ধরেন প্রতিবাদী শিখ যুবক। সাদা পতাকার উপর কালো কালি দিয়ে লেখা ছিল, স্টপ হেট। শিখ যুবকের ঘৃণা থামানোর আহ্বানে তার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট বলেন, বাই বাই। গুড বাই। এরপরেই ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা সভাসস্থল থেকে বের করে দেয় প্রতিবাদী ওই শিখ যুবককে। যুবকের বিতরণের সময় ইউএসএ, ইউএসএ বলে স্লোগান দিতে থাকেন ডোনাল্ড ট্রাম্পের অনুগামীরা।
ভারতের নির্বাচনের মতনই সাম্প্রদায়িকতা এখন আমেরিকার নির্বাচনের ক্ষেত্রেও বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আগামী মাসের প্রথম দিন থেকে শুরু হবে স্ট্যাচু অব লিবার্টির দেশের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া। প্রথম দফাতেই রয়েছে আইওয়া প্রদেশ। সমগ্র প্রক্রিয়া শেষ হবে চলতি বছরের জুন মাসে। ফল জানা যাবে আরও মাস পাঁচেক পর নভেম্বরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্পের প্রচারসভায় এবার প্রতিবাদী শিখ যুবক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ