Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ভারতীয় জাল রুপিসহ হুন্ডি ব্যবসায়ী আটক

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১২:১৮ পিএম
ভারতীয় জাল রুপিসহ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে জাকির হোসেন (৩৮) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) টহল দল।
গতকাল সোমবার রাতে ভারতীয় রুপিসহ ওই হুন্ডি ব্যবসায়ীকে বিজিবি থানায় সোপর্দ করেছে।
আটককৃত জাকির জেলার পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বংশীকুণ্ডা (উওর) ইউনিয়নের বাকাতলা গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে।
বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক (অতিরিক্ত পরিচালক) মেজর আবু সা-আদাত মুহাম্মদ মঈনুল হাসান লুৎফর সাংবাদিকদের জানান, উপজেলার সীমান্তবর্তী লাকমাছাড়া এলাকা থেকে ট্যাকেরঘাট বিজিবির কোম্পানি হেডকোয়ার্টারের ক্যাম্প কমান্ডার হাবিলদার হুমায়ুন কবীরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গতকাল সোমবার বেলা ২টার দিকে হুন্ডি ব্যবসায়ী জাকিরকে আটক করে।
আটককালে তার দেহ তল্লাশি করে ৯৪ হাজার টাকার ভারতীয় জাল রুপি জব্দ করা হয়।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুনামগঞ্জে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ