Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষিদ্ধ মোহামেডান ও মেরিনারের চার কমকর্তা

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১২:০১ এএম

দেশের হকির সব ধরনের কর্মকান্ড থেকে বিভিন্ন মেয়াদের জন্য নিষিদ্ধ হলেন ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মেরিনার ইয়াংস ক্লাবের চার কর্মকর্তা। গত ৭ জুন প্রিমিয়ার হকি লিগে মোহামেডান ও মেরিনারের মধ্যেকার শেষ ম্যাচে অনাকাঙ্খিত ঘটনার জন্য এই দন্ড দেয়া হয় দুই ক্লাবের কর্মকর্তাদের। গতকাল বিমান বাহিনীর সদর দফতরস্থ ফ্যালকন হলে আয়োজিত বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী মেরিনার ইয়াংস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানা, মোহামেডান হকি দলের ম্যানেজার আরিফুল হক প্রিন্স ও সহকারী ম্যানেজার আসাুজ্জামান চন্দনকে ৫ বছরের জন্য নিষিদ্ধ ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এই তিন জনের প্রত্যেককে আরো দুই বছর করে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে এ সভায়। অন্যদিকে মেরিনারের সদস্য ও হকি দলের ম্যানেজার নজরুল ইসলাম মৃধাকে ৩ বছর নিষিদ্ধের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ৩ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ওই ম্যাচের টেকনিক্যাল কর্মকর্তা নাজিরুল ইসলাম নাজু। সভায় আরো সিদ্ধান্ত হয় যে, সর্বশেষ প্রিমিয়ার হকি লিগে অংশগ্রহণ না করায় ঊষা ক্রীড়া চক্র আগামী মৌসুম থেকে আর প্রিমিয়ার লিগে খেলতে পারবে না। তাদেরকে প্রথম বিভাগ লিগে নামিয়ে দেয়া হয়েছে। এ ব্যপারে প্রতিক্রিয়া জানতে মোহামেডান ও মেরিনার কর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোনে তাদের পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিষিদ্ধ মোহামেডান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ