Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

বিকল্প প্রার্থী রেখেই চট্টগ্রামে বিএনপি জোটের মনোনয়ন

শফিউল আলম | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মহানগরীর তিনটি আসনসহ বৃহত্তর চট্টগ্রামের ১৬টি আসন ও তিন পার্বত্য জেলার তিনটি আসন মিলিয়ে এ অঞ্চলের ১৯টি নির্বাচনী এলাকায় বিএনপি জোটের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এরমধ্যে কয়েকটি আসনে বিকল্প প্রার্থীও থাকছেন। এদিকে গত রোববার আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকে প্রার্থীদের নাম ঘোষণার পরই বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সর্বত্রই এ মুহূর্তে দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে তীব্র কৌতূহলী চোখ বিএনপির দিকেই।
বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সম্ভাব্য প্রার্থী কারা হচ্ছেন এ নিয়ে প্রত্যেক নির্বাচনী এলাকায় ঘুরেফিরে চলছে আলোচনা। গতকাল (সোমবার) রাজধানী ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘ধানের শীষ’ প্রতীকে মনোনীত প্রার্থীদের হাতে চিঠি তুলে দেয়া শুরু করার পরই রাজনীতি সচেতন এলাকাবাসী নিজেদের আসনের প্রার্থী সম্পর্কে আরও বেশিমাত্রায় উৎসুক হয়ে পড়েন।
দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে ‘ধানের শীষ’ প্রতীকে বিএনপির মনোনয়নের ক্ষেত্রে পুরনোরাই প্রাধান্য পেয়েছেন। বিগত ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনে জয়ী সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিগণ চট্টগ্রামে এবারো মনোনয়নে এগিয়ে রয়েছেন। তবে কয়েকটি আসনে থাকছেন নতুন মুখের চমকও। চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ৩টি ছেড়ে দেয়া হচ্ছে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টকে। মহানগরীর তিনটি আসনই বিএনপির হাতে রাখা হচ্ছে। শরিকদলের ৩টি আসনে ‘ধানের শীষ’ এবং স্বতন্ত্র পরিচয়ে ভোটের লড়াইয়ে নামবেন প্রার্থীগণ। চট্টগ্রামের প্রার্থী তালিকা আগেই চূড়ান্ত করেছে বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বাছাই কমিটি।
চট্টগ্রাম মহানগরীর তিনটি আসনের মধ্যে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থনে নির্বাচনী লড়াইয়ে নামছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী-খুলশী) আসনে লড়বেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনধানের শীষে’র প্রার্থী হচ্ছেন।
জেলায় চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও ও বায়েজিদ আংশিক) আসনে ‘ধানের শীষে’র মনোনয়ন পাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী পাচ্ছেন ‘ধানের শীষ’। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে ২০ দলীয় জোটগত মনোনয়ন পাচ্ছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগড়া) আসনটি বিএনপি ছেড়ে দিচ্ছে ২০ দলের শরিক জামায়াত ইসলামকে। স্বতন্ত্র পরিচয়ে প্রার্থী হচ্ছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম। তবে একই আসনে জাময়াতের কেন্দ্রীয় অপর নেতা সাবেক এমপি শাহজাহান চৌধুরীও মনোনয়নপত্র নিয়েছেন।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ‘ধানের শীষ’ প্রতীকে মনোনয়ন পাচ্ছেন জোটের শরিকদল বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। তবে এই আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন অথবা তার পুত্র দলের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে বিকল্প হিসেবে বিবেচনায় রাখা হয়েছে। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম ‘ধানের শীষে’র মনোনয়ন পাচ্ছেন।
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি কামাল উদ্দিন ‘ধানের শীষ’ প্রতীক পাচ্ছেন। তার ‘বিকল্প’ প্রার্থী থাকছেন শিল্পপতি অধ্যাপক কামাল উদ্দিন। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হবে তিন জনের বিকল্প থেকে। তারা হলেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার।
চট্টগ্রাম-৩ (স›দ্বীপ) আসনে ‘ধানের শীষে’র মনোনয়ন পাচ্ছেন সাবেক এমপি মোস্তফা কামাল পাশা। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়ন পাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী অথবা বিকল্প হিসেবে গোলাম আকবর খোন্দকার। চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনে ‘ধানের শীষ’ পাচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। তবে বিকল্প প্রার্থী থাকছেন সাবেক সচিব ও আইজিপি এওয়াই বিআই সিদ্দিকী। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে মনোনয়ন পাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র বিএনপির কেন্দ্রীয় সদস্য হুম্মাম কাদের চৌধুরী। বিকল্প হিসেবে থাকছেন ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং এলডিপির নুরুল আলম।



 

Show all comments
  • Fuad Hassan ২৭ নভেম্বর, ২০১৮, ১:৫৮ এএম says : 0
    'বিকল্প' প্রার্থী ঠিকঠাক রেখে বিএনপি মনোনয়ন দেওয়ার বিষয়টি অত্যন্ত বিচক্ষণতার কৌশল। জাতীয় ঐক্যফ্রন্ট আরো শক্তিশালী হচ্ছে ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • Helal Masud ২৭ নভেম্বর, ২০১৮, ২:০৪ এএম says : 0
    চট্টগ্রাম ৫-আসনে কল্যাণ পার্টী জামানত হারাবে।
    Total Reply(0) Reply
  • মুহাম্মদ রাশেদুল ইসলাম তালুকদার ২৭ নভেম্বর, ২০১৮, ২:০৬ এএম says : 0
    ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক খারাপ না
    Total Reply(0) Reply
  • সাজ্জাদ ২৭ নভেম্বর, ২০১৮, ২:০৭ এএম says : 0
    অত্যান্ত বুদ্ধিমানের পরিচয় দিয়েছে বিএনপি
    Total Reply(0) Reply
  • টুটুল ২৭ নভেম্বর, ২০১৮, ২:০৮ এএম says : 0
    প্রার্থী যে-ই হোক না কেন ‘ধানের শীষ’ প্রতীকের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
    Total Reply(0) Reply
  • KhairulIslam ২৭ নভেম্বর, ২০১৮, ২:৪২ এএম says : 0
    এবার নির্বাচন হবে প্রতীকের, গনতন্ত্র আর খালেদাজিয়ার মুক্তির নির্বাচন। এখানে প্রার্থী কলা গাছ হলেও ধানের শীষে ভোট দিয়ে গনতন্ত্রের মুক্তি করতে হবে।
    Total Reply(0) Reply
  • Manzoor Hasan ২৭ নভেম্বর, ২০১৮, ২:৪৭ এএম says : 0
    ঐক্যবদ্ধ থাকুন। বিজয় সুনিশ্চিত। 'ধানের শীষ' প্রতীক এর জন্য একজোট হয়ে মাঠে থাকুন। ব্যক্তি বড় কথা নয়। দেশের স্বার্থ সবার আগে।
    Total Reply(0) Reply
  • সাঈদ আনোয়ার ২৭ নভেম্বর, ২০১৮, ৮:৪৬ এএম says : 0
    বিএনপির লাখ লাখ কর্মী সমর্থক সারা দেশে এবার ঘুরে দাঁড়িয়েছে। বিজয় অবশ্যম্ভাবী।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ