পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রক্তপাত-সংঘাত দেখতে চায় না নির্বাচন কমিশন, চাওয়া একটাই অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন করা। গতকাল সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের দিন কোনো উসকানিমূলক ঘটনায় বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করে ব্যবস্থা নিতে হবে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ নির্দেশনা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
সিইসি বলেন,যেহেতু সংসদ বহাল থাকা অবস্থায় নির্বাচন হচ্ছে, সেহেতু সংসদ সদস্য এবং অন্যান্য প্রার্থীর জন্য একই বিধি-নিষেধ কার্যকর থাকবে। কে এম নূরুল হুদা বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নির্বাচন কমিশন। নির্বাচনের আগে ও পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ম্যাজিস্ট্রেটদের যোগাযোগ থাকতে হবে। সিইসি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় আপনাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আপনদেরকে অনেক সময় বিচলিত করে উসকানিমূলক পরিবেশে ফেলে দেয় নানা কারণে। বিভ্রান্তিকর পরিবেশের মধ্যে ফেলে দেয় অনেক সময়। সেই অবস্থাগুলো আপনাদের বুদ্ধিমত্তা, দক্ষতা আর ক্ষিপ্রতার মাধ্যমে বুঝতে হবে। তিনি বলেন,এসব পরিস্থিতিতে ধৈর্য্য ধরতে হবে। বিভ্রান্ত না হয়ে কেন্দ্রের সাথে, প্রিজাইডিং অফিসারদের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগটা যত ভালো হবে, ততো ভালো ভাবে বিভ্রান্তিকর পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন আপনারা। কখনও ধৈর্য্যচ্যুত হলে চলবে না। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়ে তিন দিনব্যাপী ব্রিফিংয়ের শেষ দিন গতকাল রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের হাকিমদের ব্রিফ করে নির্বাচন কমিশন।
ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী এবং নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ও ইটিআই এর মহাপরিচালক মোস্তফা ফারুক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।