মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সবকিছু পরিকল্পনা অনুযায়ী ঘটলো৷ রোববার ব্রাসেলসে মাত্র ২৪ মিনিটের মধ্যেই ব্রেক্সিট চুক্তি স্বাক্ষর করলেন ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যদেশের শীর্ষ নেতারা৷ তারা সবাই একবাক্যে জানিয়ে দিলেন, ইইউ থেকে বিচ্ছেদের ক্ষেত্রে ব্রিটেন এর থেকে ভালো চুক্তি আশা করতে পারে না৷ অর্থাৎ, ডিসেম্বর মাসের মাঝামাঝি ব্রিটেনের সংসদ এই চুক্তি অনুমোদন না করলে নতুন করে দরকষাকষির যে কোনো অবকাশ থাকবে না, পরোক্ষভাবে সে বিষয়ে সতর্ক করে দিলেন তারা৷ ব্রিটেনে কট্টর ব্রেক্সিটপন্থিরা যাতে রবিবার ইইউ নেতাদের কোনো মন্তব্যকে হাতিয়ার করতে না পারেন, সে বিষয়ে অত্যন্ত সজাগ ছিলেন তারা৷ ব্রিটেনে গণভোটের পর থেকে এই প্রশ্নে ইইউ-র বাকি সব সদস্য দেশের মধ্যে অটুট ঐক্য দেখা গেছে৷ ইইউ-র প্রধান মধ্যস্থতাকারী হিসেবে মিশেল বার্নিয়ে একা ব্রিটেনের সঙ্গে আলোচনা চালিয়েছেন৷ ইইউ-র মৌলিক কাঠামোয় কোনোরকম ভাঙন মেনে নেননি তিনি৷ শেষ পর্যন্ত ব্রেক্সিট চুক্তির মধ্যে ইউরোপীয় ইউনিয়নের অবস্থানেরই সবচেয়ে বেশি প্রতিফলন ঘটেছে৷
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লোদ ইয়ুংকার সাফ জানিয়ে দেন, ‘যারা ভাবছেন এই চুক্তি প্রত্যাখ্যান করলে আরো ভালো চুক্তি পেতে পারেন, তারা হতাশ হবেন৷’
ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে চুক্তি স্বাক্ষরের পর এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটাই একমাত্র সম্ভাব্য চুক্তি'৷ দেশের মানুষের প্রতি এক বার্তায় তিনি বলেন, ব্রিটেনের মানুষ অবশ্যই জানেন, যে কোনো আলোচনার ক্ষেত্রে সব কিছু পাওয়া সম্ভব নয়৷ তা সত্ত্বেও ব্রিটেন যথেষ্ট সাফল্যের দাবি করতে পারে বলে ইঙ্গিত দেন তিনি৷ অর্থাৎ, সংসদে চুক্তি অনুমোদনের জন্য এখন থেকেই জনমতের চাপ সৃষ্টি করতে চাইছেন তিনি৷ সম্ভবত ১৩ ও ১৪ই ডিসেম্বর ব্রিটিশ সংসদে এই চুক্তি নিয়ে ভোটাভুটি হবে৷
ইইউ থেকে ব্রিটেনের বিদায় যে আনন্দ-উৎসবের কারণ হতে পারে না, উপস্থিত নেতারা বিভিন্নভাবে তা স্পষ্ট করে দিলেন৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেন, ঐতিহাসিক এই দিনটি একইসঙ্গে ‘মর্মান্তিক ও দুঃখজনক’৷ ইয়ুংকার বলেন, ‘এটা শ্যাম্পেন খোলার সময় নয়৷’ ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এক জনপ্রিয় গান উদ্ধৃত করে বলেন, ‘আমরা শেষ পর্যন্ত বন্ধু থেকে যাবো৷’
ব্রিটেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে এক রাজনৈতিক ঘোষণাপত্রেও স্বাক্ষর করেছেন ইইউ নেতারা৷ ২০১৯ সালের ২৯শে মার্চ ব্রিটেন বিদায় নেবার পর কমপক্ষে ২০২০ সাল পর্যন্ত এক অন্তর্বর্তীকালীন পর্যায়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে৷ তবে সেই প্রক্রিয়ার জন্য আরো সময় লাগবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ ব্রিটিশ সংসদ ব্রেক্সিট চুক্তি অনুমোদন না করলে অবশ্য গোটা প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়বে৷ ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনৈতিক বিবাদের প্রভাব ইইউ-র পূর্বনির্ধারিত গতিপথের উপর আদৌ কোনো প্রভাব ফেলবে কিনা, তা-ও স্পষ্ট নয়৷ সূত্র: ডিডাব্লিউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।