মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কোরিয়ার পর্যটন দ্বীপ জেজুতে তুষার ঝড়ে গত সোমবার প্রায় ৯০ হাজার লোক আটকা পড়েছে। দ্বীপটিতে তিন দশকের মধ্যে এ বছর সবচেয়ে ভয়াবহ তুষার ঝড় আঘাত হেনেছে। এই ঘটনায় টানা তিন দিনের জন্য বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। বেশ কয়েকটি সৈকতের জন্য দক্ষিণ কোরিয়ার হাওয়াই হিসেবে খ্যাত দ্বীপটির আবহাওয়া সাধারণত উষ্ণ থাকে। জজুতে এক সপ্তাহ ধরে তীব্র ঠা-া আবহাওয়া বিরাজ করছে। এ সময় দেশটি কম তাপমাত্রার দিক দিয়ে রেকর্ড সৃষ্টি করেছে। গত শনিবার থেকে জনপ্রিয় এই অবকাশ যাপন কেন্দ্রটিতে তিন দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত হয়েছে। এ সময় তাপমাত্রা হ্রাস পেয়ে হিমাঙ্কের ৬.১ ডিগ্রি নিচে নেমে গিয়েছিল। পরিবহন মন্ত্রণালয় জানায়, ভারী তুষারপাত ও শক্তিশালী বাতাসের কারণে জেজু আন্তর্জাতিক বিমানবন্দরটি গত সোমবার দিবাগত রাত ৮টা (গ্রিনিচ মান সময় ১১০০) পর্যন্ত বন্ধ থাকবে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সপ্তাহান্তে ও গত সোমবার প্রায় ১ হাজার ১০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে দ্বীপটিতে বেড়াতে আসা প্রায় ৮৬ হাজার লোক আটকা পড়েছে। কয়েক হাজার মানুষ প্রচ- ঠা-ার মধ্যে বিমানবন্দরেই রাত কাটাতে বাধ্য হয়েছে। প্রচ- ঠা-া মেঝে এড়াতে কার্ডবোর্ড বাক্সের ওপর কম্বল ভাঁজ করে পেতে তার ওপর রাত কাটায়। রাজধানী সিউলে তুষারপাত না হলেও রোববার সেখানে ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি ঠা-া পড়ে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।