Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হামলার জন্য চালকবিহীন গাড়ি বানাচ্ছে আইএস

প্রকাশের সময় : ৪ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভিড়ের মধ্যে বোমা হামলা চালাতে ইসলামিক স্টেট (আইএস) চালকবিহীন গাড়ি তৈরির চেষ্টা করছে বলে সতর্ক করেছেন ন্যাটোর একজন নিরাপত্তা বিশেষজ্ঞ। বর্তমানে টেক জায়েন্ট গুগল এ ধরনের গাড়ি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। যুক্তরাজ্য, ইউরোপের কয়েকটি উন্নত দেশ ও উত্তর আমেরিকায় আগামী কয়েক বছরের মধ্যে চালকবিহীন গাড়ি নিয়মিতভাবে চলবে বলে ধারণা প্রযুক্তি বিশেষজ্ঞদের। আইএসয়ের হাতেও ওই প্রযুক্তি চলে এলে এসব দেশের জন্য চালকবিহীন গাড়ি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে।
এনডিটিভি জানায়, নেটোর জরুরি নিরাপত্তা হুমকি বিষয়ক বিভাগের উপ-সহকারী মহাসচিব জামিয়ে শেয়া বলেছেন, আইএস-র প্রযুক্তিবিদরা সিরিয়ার শহর রাক্কায় বসে এই (চালকবিহীন গাড়ি) প্রযুক্তি নিয়ে কাজ করছে। তিনি বলেন, শুধু গুগলই স্বয়ংক্রিয়ভাবে চালিত গাড়ির উন্নয়নে কাজ করছে না। বরং আইএসও একই প্রযুক্তির গাড়ি তৈরির চেষ্টা করছে। এই প্রযুক্তির উন্নয়ন করতে পারলে তাদের আর আত্মঘাতী হামলাকারীর প্রয়োজন হবে না। স্বয়ংক্রিয়ভাবে চালিত গাড়ি নিয়ে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এফবিআই দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছে। তাদের আশঙ্কা, এতে অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে থেকে ভয়ঙ্কর অস্ত্র ব্যবহারে সক্ষম হবে। খবরে বলা হয়, সিরিয়ার আইএস নিয়ন্ত্রিত এলাকা রাকায় এ ধরনের অত্যাধুনিক চালনবিহীন গাড়ি বানানোর কাজ শুরু করা হয়েছে। এই গাড়ি বানানো সম্ভব হলে আইএস জিহাদিরা নিজেরা আত্মঘাতী না হয়েই লক্ষ্যস্থলে হামলা চালাতে পারবে। এর ফলে হামলাকারীদের পক্ষে হতাহতের আশঙ্কাও কমে যাবে। পিটিআই, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলার জন্য চালকবিহীন গাড়ি বানাচ্ছে আইএস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ