মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল হুসেইন খানজাদি ‘দেশীয় ভাবে তৈরি’ নতুন একটি অস্ত্র বিধ্বংসী সাবমেরিন উদ্বোধন করার কথা ঘ্ষেণা করেছেন। শুক্রবার তিনি বলেন, আগামী সপ্তাহে দক্ষিণাঞ্চলীয় পানিসীমায় নতুন সাবমেরিনটি উদ্বোধন করা হবে। খবর মিডল ইস্ট মনিটর (এমইএম)।
ইরানের বার্তা সংস্থা ইরনাকে উদ্ধৃত করে ব্রিটিশ ওয়েবসাইট এমইএম জানায়, ইরানের শত্রুদের সতর্ক করে দিয়েছেন অ্যাডমিরাল খানজাদি। তিনি বলেন, ইরানের সামরিক বাহিনী এখন অস্ত্রসহ সব সামরিক সরঞ্জাম নির্মাণে স্বনির্ভরতা অর্জন করেছে। তিনি আরও বলেন, ইরানের নৌবাহিনী এখন ভারত মহাসাগর, এডেন উপসাগর, বাবেল মান্দেব প্রণালী, দক্ষিণ চীন সাগর ও জিব্রাল্টার প্রণালীতে তৎপর রয়েছে এবং সেখানে ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কারের নিরাপত্তা নিশ্চিত করছে।
উদ্বোধনের অপেক্ষায় থাকা উচ্চ-প্রযুক্তির সাবমেরিনটি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে বলে আশা প্রকাশ করেন খানজাদি। তার দাবি, এ সাবমেরিনটিতে বিদ্যমান অত্যাধুনিক প্রযুক্তি দেখে শত্রুরা হতবাক হয়ে যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।