Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিইসির ভাগিনাসহ নৌকার ৪২ নতুন মাঝি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম | আপডেট : ১:০৮ এএম, ২৬ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় নির্বাচনে নৌকার মনোনয়ণ পেয়েছেন ৪২ নতুন মুখ। নতুন প্রার্থীর সঙ্গে কয়েকজন প্রবীণও রয়েছেন এই তালিকায়। এদের মধ্যে আলোচিত মুখ হলেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। তিনি নড়াইল-২ আসনে দলের মনোনয়ন পেয়েছেন।
এরপরই সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মনোনয়ন পেয়েছেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ভাগ্নে এসএম শাহজাদা সাজু। ছাত্রলীগের সাবেক এই নেতা পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নৌকার প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অবতীর্ণ হবেন। প্রথমবারের মতো নৌকা প্রতীকে ভোট করার সুযোগ পাচ্ছেন, তারা হলেন, খুলনা-২ আসনে শেখ সালাহউদ্দিন জুয়েল, পটুয়াখালী-৪ আসনে মুহিবুর রহমান, টাঙ্গাঈল-২ আসনে তানভীর হাসান, টাঙ্গাঈল-৩ আসনে আতাউর রহমান খান, ঢাকা-৫ আসনে কাজী মনিরুল হক মনু, ঢাকা-৭ আসনে আবুল হাসনাত, ঢাকা-১৩ আসনে সাদেক খান, ঢাকা-১৭ আসনে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক, ফরিদপুর-১ আসনে রূপালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মঞ্জুর হোসেন বুলবুল, মাদারীপুর-৩ আসনে আবদুস সোবহান গোলাপ, শরীয়তপুর-১ আসনে ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ আসনে এনামুল হক শামীম, সিলেট-১ আসনে একেএম আব্দুল মোমেন, যশোর-২ আসনে মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন, সিরাজগঞ্জ-৩ আসনে ডা. আব্দুল আজিজ, নাটোর-১ আসনে শহীদুল ইসলাম, পঞ্চগড়-১ আসনে মাজহারুল হক প্রধান, নঁওগা-৫ আসনে প্রয়াত আব্দুল জলিলের ছেলে নিজামউদ্দিন জলিল, মাগুরা-১ আসনে সাইফুজ্জমান শিখর, পিরোজপুর-১ আসনে শ ম রেজাউল করিম, চট্টগ্রাম- ৯ আসনে মহিদুল হাসান নওফেল, যশোর-৫ আসনে স্বপন ভট্টাচার্য (গতবার স্বতন্ত্র ছিলেনে), কিশোরগঞ্জ-২ আসনে সাবেক আইজিপি নূর মোহাম্মদ, পটুয়াখালী-১ আসনে অ্যাডভোকেট শাহজাহান মিয়া, বাগেরহাট-২ আসনে শেখ সারহান নাসের তন্ময়, কুমিল্লা-২ আসনে সেলিমা আহমেদ মেরী, কুমিল্লা-৩ আসনে ইউসুফ আব্দুল্লাহ হারুন (গতবার স্বতন্ত্র ছিলেন), কুমিল্লা-৪ এ রাজি মোহাম্মদ ফখরুল মুন্সি (গতবার স্বতন্ত্র এমপি ছিলেন), টাঙ্গাইল-৮ আসনে জোয়াহেরুল ইসলাম, ময়মিনসিংহ-১১ আসনে কাজিম উদ্দিন আহমেদ ধনু, গাজীপুর-৩ আসনে ইকবাল হোসেন সবুজ, নেত্রকোনা-২ আসনে আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা-৩ আসনে অসীম কুমার উকিল, জামালপুর-৫ আসনে ইঞ্জি. মোজাফফর হোসেন, কক্সবাজার-৪ আসনে শাহীনা আক্তার চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ ১ (শিবগঞ্জ) আসনে ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে জিয়াউর রহমান, ঝিনাইদহ-৩ আসনে শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ-২ আসনে তাহজীব আলম সিদ্দিকী (গতবারের স্বতন্ত্র এমপি), কুষ্টিয়া-৪ আসনে সেলিম আলতাফ জর্জ।



 

Show all comments
  • রফিক ২৬ নভেম্বর, ২০১৮, ৩:২২ এএম says : 0
    নবীন প্রবীন সকলের জন্য রইলো অনেক অনেক শুভ কামনা।
    Total Reply(0) Reply
  • MD Saddam Hossain Shad ২৬ নভেম্বর, ২০১৮, ৩:২৮ এএম says : 0
    আমার ভোট আমি দিতে পারবোতো ??
    Total Reply(0) Reply
  • সাজ্জাদ ২৬ নভেম্বর, ২০১৮, ৩:৩২ এএম says : 0
    সবে মাত্র ফিড্যোক পেতে শুরু করেছেন।
    Total Reply(0) Reply
  • Jamil Ahmod ২৬ নভেম্বর, ২০১৮, ৫:১৯ পিএম says : 0
    অলি গলিতে উঠেছে শোর আওয়ামী লীগ চোর চোর জনগণ তাই বেঁধেছে জোট আর দিবে না নৌকায় ভোট।
    Total Reply(0) Reply
  • Ameen Munshi ২৬ নভেম্বর, ২০১৮, ৫:২০ পিএম says : 0
    ইহায় গোলামি করার প্রতিদান। এজন্যই সে আওয়ামী লীগের জন্য আগ বাড়িয়ে কাজ করে। এই হলো আমাদের দেশ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ