নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পাঁচ দলকে নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিজয় দিবস হকির খেলা। দলগুলো হলো- বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও বিকেএসপি। সবগুলো খেলাই লিগ ভিত্তিক হবে। চার কোয়ার্টারের খেলা নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হলে শুটআউটে গড়াবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল ফাইনাল খেলবে। টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে তিন লাখ টাকা। যার পুরোটাই দিচ্ছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। এ নিয়ে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে খেলাধূলার প্রতি আগ্রহ বাড়ানোর তাগিদ দিলেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, ‘ঢাকায় মাঠ নেই। ছেলে মেয়েদের মধ্যে স্বতঃস্ফুর্ততা নেই। গ্রামে মাঠ পড়ে থাকলেও আজ খেলার জন্য ছেলে মেয়েদের আগের মতো দেখা যায় না। এই ধারা পরিবর্তন করতে হবে। অথচ খেলাই দিতে পারে মানসিক শান্তি।’ এ সময় হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও সাবেক তারকা খেলোয়াড় মাহবুব এহসান রানা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।