Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

হারিস-বাবরের সেঞ্চুরি

দুবাই টেস্ট

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

দুবাই টেস্টের দ্বিতীয় দিনের স্কোরবোর্ড ৮৬ ওভারে ২৩৫/১! তার মানে পুরো দিনে পড়েছে একটিমাত্র উইকেট। এর মধ্যে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে করেছেন বিনা উইকেটে ২৪। এর আগে প্রায় দুই দিন (১৬৭ ওভার) ব্যাট করে ৫ উইকেটে ৪১৮ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। দিনের শেষ এক ঘন্টা পাকিস্তান বোলিংয়ের জন্য রেখে দেয় দু’একটি উইকেট প্রাপ্তির আশায়। কিন্তু আলোকস্বল্পতার কারণে কিছুটা হলেও সেই আশায় পানি ঢেলে দেয়। এর আগে কিউই বোলারদের চরম হতাশায় ডুবিয়ে দিনের প্রথম দুই সেশন নির্বিঘে্ন কাটিয়ে দেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হারিস সোহেল ও বাবর আজম। ১৮৬ রানে বিচ্ছিন্ন হয় এই জুটি। সোহেলের ৮১ রানের ইনিংসটা থামে শেষ সেশনের প্রথম দিকে বোল্টের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি ইনিংসটি তখন দেড়শ ছুঁই ছুঁই। তবে ১৩ চারে ১৪৭ রানের জন্য তাকে মোকাবেলা করতে হয় ৪২১ বল, স্ট্রাইক রেট মাত্র ৩৪.৯! তবে বাবর ক্যারিয়ারের প্রথম শতক তুলে নিয়ে অপরাজিত থাকেন ১২৭ রানে। তার ২৬৩ বলের ইনিংসে ছিল ১২টি চার ও ২টি ছক্কা। ৩০ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সরফরাজ আহমেদ। প্রথম টেস্টে অপ্রত্যাশিত পরাজয়ের গ্লানি মুছতে পাক বোলারদের ভালো কিছু করতেই হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুবাই টেস্ট

২৬ নভেম্বর, ২০১৮
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ