মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর ডিরেক্টর ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার গোপন তদন্ত প্রতিবেদনকে প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি ওই তদন্ত প্রতিবেদনের গোপন ২৮ পৃষ্ঠাকে জনশ্রুতি ও ভুল তথ্যে ভরা বলে উল্লেখ করেছেন। গত রোববার সিআইএ ডিরেক্টর জন ব্রেনান মার্কিন সংবাদমাধ্যম এনবিসি-র মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। সিআইএ-এর ডিরেক্টর বলেন, ওই তদন্ত প্রতিবেদন অসমর্থিত ও তাতে প্রদত্ত তথ্য পুনরায় যাচাইও করা হয়নি। প্রতিবেদনটিকে মারাত্মক ত্রুটিযুক্ত বলে উল্লেখ করে তিনি বলেন, এর ভিত্তিতে সউদি আরবকে হামলার সঙ্গে জড়িত দাবি করার কোনও সুযোগ নেই। ব্রেনান বলেন, প্রতিবেদনটি সত্য-মিথ্যার মিশেলে গড়া। ওই ২৮ পৃষ্ঠা পড়লে যে কেউ সিদ্ধান্ত নিতে পারবেন যে, এতে হামলায় সউদি সংযোগের কোনও প্রমাণ নেই। ধারণা করা হচ্ছে ওবামা প্রশাসন শিগগিরই ৮৩৮ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনটির গোপন ২৮ পৃষ্ঠা অপ্রকাশিত রাখে। মনে করা হয়, ওই পৃষ্ঠাগুলোতে হামলায় সউদি সংযোগের প্রমাণ রয়েছে। ওই সময়কার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ওই ২৮ পৃষ্ঠা প্রকাশ করেননি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আগে থেকেই বলে এসেছে সউদি আরব আল-কায়েদাকে আর্থিক সাহায্য দিয়েছে। ৯/১১ টুইন টাওয়ার হামলায় অংশ নেওয়া ১৯ জনের মধ্যে ১৫ জনই সউদি নাগরিক। ওই হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হন। তবে সউদি আরব শুরু থেকেই বলে আসছে ওই হামলায় তাদের কোনও সংযোগ ছিল না। ফক্স নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।