Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোবেল পুরস্কার প্রত্যাখ্যানের দাবি রবি শংকরের

প্রকাশের সময় : ৪ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন এমন দাবি করেন ভারতের আধ্যাত্মিক গুরু রবি শংকর। গত সোমবার টুইটার ট্রেন্ড তালিকায় আন্তর্জাতিক যোগ সংগঠন ‘আর্ট অফ লিভিং’ ও ভারতের আধ্যাত্মিক গুরু রবি শংকর শীর্ষে ছিলেন। এ সময় শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফ জাইয়ের সমালোচনাও করেন তিনি। ৫৯ বছর বয়সী এই আধ্যাত্মিক গুরু দ্য ডেকান ক্রনিকলকে বলেন, আমাকে শান্তিতে নোবেল পুরস্কার নেয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছি। কারণ আমি কাজে বিশ্বাসী, কাজের জন্য সম্মানে নয়। যাদের সম্মান প্রাপ্য তাদেরকেই শুধু দেয়া উচিত। মালালা ইউসুফজাইকে এ সম্মান দেয়ার ঘোরবিরোধী আমি। কারণ এটা কোনও কাজের না। ভারতের মহারাষ্ট্রের খরা কবলিত এলাকা লাতুর সফরে গত রোববার এসব কথা বলেন তিনি। তার প্রতিষ্ঠিত আর্ট অব লিবিং ফাউন্ডেশন ওই এলাকায় কৃষকদের সেচ কাজে সহযোগিতা করছে। জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোবেল পুরস্কার প্রত্যাখ্যানের দাবি রবি শংকরের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ