Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী দলগুলোর একক প্রার্থীর সিদ্ধান্ত ইতিবাচক

মো. আব্দুর রহিম | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

এক আসনে একজন প্রার্থী দেয়ার বিষয়ে ইসলামদলগুলোর মধ্যমসারির নেতৃবৃন্দের উদ্যোগ চমৎকার পদক্ষেপ। এ উদ্যোগ আরো আগেই নেয়া দরকার ছিলো। ইসলামী রাজনৈতিক জোট তৈরি করতে ইসলামী দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ ব্যর্থ হওয়ার প্রেক্ষিতে এক আসনে একজন প্রার্থী দেয়ার আর কোনো বিকল্প নেই। বিভিন্ন ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ গতকাল এরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আতাউল্লাহ ইনকিলাবকে বলেন, এক আসনে একজন প্রার্থী দেয়ার বিষয়ে মধ্যমসারির নেতৃবৃন্দের উদ্যোগ প্রশংসনীয় ও চমৎকার। আমার দল এ উদ্যোগের সাথে একমত। খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মদ ইসহাক বলেন, আমাদের ইচ্ছা বৃহত্তর ও স্থায়ী ঐক্য। তবে এ মুহূর্তে আসন ভিত্তিক কোনো ঐক্য হলে তাকে সাধুবাদ। নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা আব্দুল লতিফ নেজামী বলেন, আসন ভিত্তিক এরূপ ঐক্য আরো আগে করলে ভালো হতো। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, এ বিষয়ে আমরা আমাদের দলের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সকল দলের প্রতি আহবান জানিয়ে ছিলাম। সুতরাং এ প্রয়াসকে সাধুবাদ। জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, এটি একটি ভালো পদক্ষেপ। এ বিষয়ে আমাদের দলীয় চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন আল্লামা নূর হোসাইন কাসেমী। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব এডভোকেট বলেন, আসন ভিত্তিক ঐক্য পলফসু হবে বলে আমি আশাবাদী। মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের বলেন, ইসলামী দলগুলোর রাজনৈতিক ঐক্যের বিষয়ে মুসলিমলীগ দীর্ঘদিন কাজ করে আসছে। আসন ভিত্তিক ঐক্যের ধারণা এ মুহূর্তে ইতিবাচক।
উল্লেখ্য, এক আসনে একজন প্রার্থী দেয়ার বিষয়ে পাঁচটি দলের মধ্যমসারির নেতৃবৃন্দের গোলটেবিল বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ জাতীয় নির্বাচনে আসন ভিত্তিক ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছেন। আসন ভিত্তিক ঐক্যের বিষয়টি নিজ নিজ দলীয় নীতি নির্ধারকদের নিকট তুলে ধরার বিষয়ে তারা একমতে পৌঁছেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট (রকিব)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ