Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংবিধানে কোথাও ইভিএমের কথা নেই

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম | আপডেট : ১২:২৯ এএম, ২৬ নভেম্বর, ২০১৮

সংবিধানে কোথাও ইভিএমের কথা লেখা নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন। জাতীয় জীবনে ইভিএমের ব্যবহার সংবিধান বিরোধী। নির্বাচনের ইভিএম ব্যবহারের কথা বলে ইসি সংবিধান লঙ্ঘন করেছেন। এর বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার হুমকিও দেন তিনি। এসময় ইভিএম বাতিল, পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের ভোট কেন্দ্র স্বাধীনভাবে কাজ সুযোগ দেয়া, ম্যাজিস্ট্রেটদের স্বাধীনভাবে কাজ করার দাবি জানানো হয়। গতকাল রোববার আইনজীবী সমিতির মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
জয়নুল আবেদীন বলেন, সরকার ভোট কারচুপির প্রক্রিয়া ইসি প্রধান অংশীদারের ভূমিকা রাখছে। ইভিএম নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য জনগণকে ধোকা দেয়ার জন্য বলেও মন্তব্য করেন তিনি। এমন বক্তব্য দিয়েছেন তা আমরা প্রত্যাশা করিনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সংবিধানের কোথাও যন্ত্রের মাধ্যমে নির্বাচন করা যাবে বলে উল্লেখ নেই। ইভিএম ভোট পদ্ধতির কথা সংবিধানের কোথাও বলা নেই। তারা যদি সংসদে থাকাকালে ইভিএম নিয়ে সংশোধনী আনতেন তাহলে আমরা এই আপত্তি তুলতাম না। কিন্তু তারা সেটা করেনি। যেখানে পৃথিবীর অন্যান্য দেশ ইভিএম ভোট পদ্ধতি থেকে সরে এসেছে সেখানে আমাদের দেশে ইভিএম ব্যবহার সংবিধান সম্মত নয়। তাই আমরা নির্বাচনের এই পদ্ধতি বাতিল করার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, নির্বাচন কমিশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়ে একটি বৈঠক হয়েছে। যেখানে পূর্বের নির্বাচনগুলোতে ম্যাজিস্ট্রেটগণ একটি দলের ব্যালটে জাল ভোট দেয়ার সময় তাদের হাতেনাতে ধরেছে এবং সাজা দিয়েছে। সেখানে আগামী নির্বাচনে ম্যাজিস্ট্রেটদেরকে ভোটকেন্দ্রের ভেতর প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এটা দুঃখজনক। এর ফলে ম্যাজিস্ট্রেটরা স্বাধীনভাবে কাজ করতে না পারলে নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা তৈরী হবে। সভাপতি বলেন, সাংবাদিকদের ওপর এখনও আমাদের তথ্য নির্ভারশীলতা রয়েছে। তাই তাদেরকে ভোটকেন্দ্রে প্রবেশের অবাধ সুযোগ দিতে হবে।
জয়নুল আবেদীন বলেন, অফিসার্স ক্লাবে সরকারের কয়েকজন কর্মকর্তা বসে বৈঠক করে এই সরকারকে আবার ক্ষমতা আনতে এবং নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করেছে। আমরা দাবি করছি, অনতিবিলম্বে জনগণের ভোটাধিকার বানচালে ষড়যন্ত্রকারী ওইসব কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা, গোলাম রহমান ভূঁইয়া,কোষাধ্যক্ষ নাসরিন আক্তার,সিনিয়র সহ সম্পাদক কাজী মো.জয়নুল আবেদীন, সদস্য মাহফুজ বিন ইউসুফ,ব্যারিস্টার শফিউল আলম মাহবুবসহ বিএনপি সমর্থিত আইনজীবীরা। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ