Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া

আওয়ামী লীগের প্রার্থী তালিকা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

আওয়ামী লীগের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরে দক্ষিণাঞ্চলে মাঠ পর্যায়ের নেতা-কর্মীসহ রাজনৈতিক পর্যবেক্ষকমহলে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বেশীরভাগ আসনে পরিবর্তন না হলেও পটুয়াখালী-১ ও পিরোজপুর-১ আসনটি নিয়ে সাধারণ মানুষের বড় অংশই খুশি হয়েছেন। গতকাল প্রাথমিক মনোনয়নে আওয়ামী লীগের পক্ষ থেকে দক্ষিণাঞ্চলের ২১টির মধ্যে ৪টি আসন জোট শরিক ও গত ৫ বছরের কথিত বিরোধী দলকে ছাড় দেয়া হবে বলে মনে হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশের পরে সব পরিস্কার হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।
দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের পক্ষ থেকে মহাজোট শরিক ও ঘরের বিরোধী দলকে বরিশাল-৩ ও বরিশাল-৬ এবং পিরোজপুর-২ ও পিরোজপুর-৩ আসনগুলো ছাড় দেয়া হচ্ছে । এর মধ্যে বরিশাল-৬ ও পিরাজপুর-৩ জাতীয় পার্টিকে এবং বরিশাল-৩ ওয়ার্কার্স পার্টি ও পিরোজপুর-২ জেপির আনোয়ার হোসেন মঞ্জুকে ছেড়ে দেয়া হচ্ছে বলে জানা গেছে।
তবে বরিশাল সদর অসনটিতে আওয়ামী লীগেরই দু জনের নাম দেখে দ্বিধাদ্ব›েদ্ব আছেন সাধারণ মানুষসহ দলীয় নেতা-কর্মীরা। কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিম ২০০৮-এর নির্বাচনে বিএনপি প্রার্থীর কাছে পরাজয়ের পরে বরিশালে দলীয় রাজনীতিতে নিস্ক্রীয় হয়ে পড়েন। দীর্ঘদিন বরিশালের রাজনৈতিক অঙ্গন থেকে দুরে ঢাকায় থেকে সম্প্রতি তিনি আবার দলের কেন্দ্রে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার চেষ্টা করছিলেন। অপরদিকে গত ৫ বছর এমপি থাকা জেবুন্নেসা আফরোজ রাজনীতিতে নবীন হলেও এতদিন দলীয় সব কর্মকান্ডে সক্রিয় ছিলেন। গতকাল জাহিদ ফারুক শামিমের পক্ষ থেকে নগরীতে তার ছবি নিয়ে মিছিল বের করা হয়। তবে তাতে মূলধারার তেমন কোন নেতা-কর্মীকে দেখা যায়নি।
এদিকে দক্ষিণাঞ্চলের ৬টি জেলার ২১টি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়নে খুব একটা পরিবর্তন না হলেও মহাজোটের এতদিনের লালিত বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদারের পটুয়খালী-১ আসনটি এবার ছাড় দেয়া হচ্ছে না। ফলে মহাখুশি পটুয়াখালী আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ২০১৪-এর বিতর্কিত নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েও আওয়ামী লীগের আশীর্বাদে পটুয়াখালী-১ আসনে এমপি ছিলেন রুহুল আমীন হাওলাদার। তবে গত ৫ বছর তার সাথে এলাকার মাটি ও মানুষের কোন যোগাযোগ ছিল না। অপরদিকে পিরোজপুর সদরের একচ্ছত্র আধিপত্য দীর্ঘদিন পরে আবদুল আউয়ালের কাছ থেকে ছুটে যাওয়ায় তার অনুসারী ছাড়া দলের বেশীরভাগ নেতা-কর্মী ও সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ উৎফুল্ল মনোভাব ব্যক্ত করেছেন। তবে মনোনয়ন পাওয়া শ ম রেজাউল করিমের সাথেও এলাকার আমজনতাসহ মাঠ পর্যায়ে দলীয় নেতা-কর্মীদের সম্পর্ক নিবিড় নয়।
অপরদিকে পিরোজপুর-৩ আসনটিও জাপাকে ছেড়ে দেয়া হচ্ছে বলে জানা গেছে। এ আসনে অনেক দল ঘুরে জাপায় যোগদানকারী ডা. রুস্তম আলী ফরাজী মনোনয়ন পাচ্ছেন। পিরোজপুর-২ আসনে জেপি’র আনোয়ার হোসেন মঞ্জুকেই ছাড় দেয়া হচ্ছে। বরিশাল-৩ আসনটি এবারো সম্ভবত ওয়ার্কার্স পার্টিকে ছেড়ে দিচ্ছে আওয়ামী লীগ। রাশেদ খান মেননের নিজস্ব ঐ এলাকায় গত নির্বাচনে তারই অনুসারী এড. টিপু সুলতান সাবেক এমপি জাপার গোলাম কিবরিয়া টিপুকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। তবে যুব মৈত্রীর কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান এ আসনটিতে নির্বাচন করার ক্ষেত্র তৈরী করেছেন ইতোমধ্যে। কিন্তু জাতীয় পার্টিও গোলাম কিবরিয়া টিপুর জন্য এ আসনটি নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের সাথে দেন দরবার করে যাবে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ