Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাস্টার প্ল্যান হচ্ছে ঢাকা মেডিক্যালের

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ঢাকা মেডিকেলের (ডিএমসি অ্যান্ড এইচ) মাস্টার প্লান তৈরি করা হচ্ছে। এতে ‘ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের আধুনিকায়ন, সম্প্রসারণ এবং পুন:র্র্নিমাণের জন্য ব্যয় প্রাক্কলনসহ মহাপরিকল্পনা ও ডিজাইন প্রণয়ন’ নামের প্রকল্পটি হাতে নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এটি বাস্তবায়িত হলে চিকিৎসা শিক্ষা ও সেবা সংক্রান্ত বিশেষায়িত পরিসেবায় একটি পরিচালনাযোগ্য সেট-আপ প্রস্তুত করা এবং অপারেশনাল মাস্টার প্ল্যান ও বাস্তবায়ন মাস্টার প্ল্যান তৈরি করা হবে।
এতে খরচ ধরা হয়েছে ৯ কোটি ২৭ লাখ ৭৯ হাজার টাকা। এ বিষয়ে পরিকল্পনা কমিশনে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। শিগগিরই প্রস্তাবটি নিয়ে বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটির (এসপিইসি) সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকা মেডিকেল কলেজের মূল ভবন বাংলা ভাগ হওয়ার আগে ১৯০৫ সালে তৈরি করা হয় তদানিন্তন নব গঠিত ইস্ট বেঙ্গল ও আসাম প্রভিন্সের সেক্রেটারিয়েট হিসেবে ব্যবহারের জন্য। এ ভবনে ১৯৪৬ সালে সর্বপ্রথম বর্তমান মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়। ২০১৩ সালের ৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি বাংলাদেশের সর্ববৃহৎ হাসপাতালে উন্নীত করেন। ৫০০ শয্যা যোগের পর এ হাসপাতালের শয্যা সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩০০ শয্যায়। প্রতিদিন প্রায় ৩৫ হাজার রোগী এ হাসপাতালে অবস্থান করছেন। এত অধিক সংখ্যক রোগীকে সেবা দেয়ার জন্য আরও অধিক স্বাস্থ্য কর্মী, প্রশস্ত জায়গা ও যন্ত্রপাতি প্রয়োজন।
প্রধানমন্ত্রী সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির ভিত্তি স্থাপনকালে দেয়া বক্তৃতায় ডিএমসিএন্ডএইচ চত্বরের পুরনো বিধ্বস্ত ভবনগুলো ভেঙে আধুনিক স্থাপত্য ও ঐতিহ্য সম্বলিত নতুন ভবন তৈরির নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এবং সময়ের চাহিদা বিবেচনা করে ডিএমসিঅ্যান্ডএইচ-এর সম্প্রসারণ, উন্নয়ন এবং আধুনিকায়ন প্রয়োজন। এর ফলে স্বাস্থ্যসেবা দেয়ার ক্ষেত্রে ডিএমসি অ্যান্ডএইচ মূল কেন্দ্র এবং দেশের প্রত্যেক নাগরিকের সামর্থ অনুযায়ী খরচে মান সম্মত চিকিৎসা দেয়া সম্ভব হবে।
এ জন্য স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগে স্বাস্থ্য অধিদফতর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্থাপত্য অধিদফতর (গণপূর্ত অধিদফতরের সমন্বয়ে) সম্পূর্ণ সরকারি অর্থায়নে মোট নয় কোটি ২৭ লাখ ৭৯ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কারিগরি সহায়তায় প্রকল্প বাস্তবায়নের জন্য প্রস্তাব করা হয়েছে। প্রকল্পের আওতায় প্রধান কার্যক্রম হচ্ছে, ডিএমসি অ্যান্ডএইচ-এর জন্য একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্লান প্রণয়ন করা, এক্সপোজার ভিজিট পরিচালনা করা এবং মাস্টার প্ল্যানের আওতায় স্থাপনাগুলোর মূল কাঠামোগত নকশা প্রণয়ন করা।
পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের স্বাস্থ্য উইং-এর যুগ্মপ্রধান সামীম আহমদ খান পরিকল্পনা কমিশনের মতামত দিতে গিয়ে বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় কার্যপত্রে উল্লেখ করেছেন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল দেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান স্থাপনা। এ কারণে প্রকল্পের আওতায় প্রস্তাবিত পরামর্শক সেবা রিভিজিট করা প্রয়োজন। প্রকল্পের আওতায় ডিজাস্টার ইমপ্যাক্ট এসেসমেন্ট এক্সপার্ট হেরিটেজ আর্কিওলজিস্ট মেডিকেল এডুকেশন এক্সপার্ট ইত্যাদি পরামর্শক সেবা সংস্থান রাখা প্রয়োজন। প্রকল্পের পরামর্শক সেবা পর্যালোচনা পূর্বক অত্যাবশ্যক সেবা নতুনভাবে সংস্থান রাখা যেতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাস্টার প্ল্যান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ