Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতীক বরাদ্দের পরদিনই আ.লীগের ইশতেহার

ইশতেহার প্রণয়ন কমিটির বৈঠকে আব্দুর রাজ্জাক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

একাদশ সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার জাতির সামনে তুলে ধরবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গতকাল বিকেলে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে ইশতেহার প্রণয়ন উপকমিটির সভায় এ তথ্য জানান কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, আপনারা জানেন নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর এখন ক্যাম্পেইনের উপরে নিষেধাজ্ঞা আছে। কিন্তু ইশতেহার একটা ক্যাম্পেইনের বিষয়। তাই কমিশন যখন প্রতীক বরাদ্দ করবে তারপর কিংবা এক দুইদিন পর আমাদের নেত্রী জাতির সামনে ইশতেহার তুলে ধরবেন। ইশতেহারের স্লোগান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইশতেহারের জন্য আমরা কয়েকটি স্লোগান ঠিক করেছি। ওইসব স্লোগানের ভেতর থেকে যেকোন একটি স্লোগান আমাদের নেত্রী দলীয় সভাপতি শেখ হাসিনা সিলেক্ট করবেন। আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম মেম্বার বলেন, আমরা ইশতেহার নিয়ে জনগণের কাছে যাব, নৌকা নিয়ে যাব। আশাকরি, ইশতেহার জনগণের কাছে প্রশংসিত হবে। জনগণ আওয়ামী লীগের নির্বাচনী কৌশলকে সাদরে গ্রহণ করবে।
তিনি বলেন, ইশতেহারে নতুন প্রজন্মের জন্য বিশেষ কিছু ঘোষণা থাকবে। তাদের ভবিষ্যত, জীবন-জীবিকা নির্বাহের বিষয়টি গুরুতআব পাবে। এছাড়া প্রশাসন, পুলিশ প্রশাসন কিভাবে চলবে, তার সঠিক একটি কর্ম-পরিকল্পনা তুলে ধরা হবে। বৈঠকে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ও দলের উপদেষ্টা ড. মশিউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মণি, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ