Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসির নির্দেশনা ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করছে না

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ইসির রুদ্ধদ্বার বৈঠক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরূল হুদা বলেছেন, পুলিশ কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে। বিএনপির অভিযোগ উড়িয়ে দিয়ে ইসির নির্দেশ ছাড়া পুলিশ কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীকে অহেতুক গ্রেফতার-হয়রানী করছে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। এছাড়া নির্বাচন উপলক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ব্র্রিফিংয়ে সংবাদকর্মীদের ডেকে এনে পরে বের করে দেন এবং সংবাদকর্মীদের সঙ্গে খারাপ আচরণও করা হয়। পরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে ক্ষমা চান সিইসি।
গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে কেএম নূরুল হুদা বলেন, নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের দায়িত্ব। এজন্য রিটার্নিং অফিসারদের জেলা-উপজেলা ও নির্বাচনী এলাকাভিক্তিক দায়িত্ব প্রদান করে থাকি। রিটার্নিং অফিসাররা আবার সহকারী রিটার্নিং অফিসার এবং প্রিসাইডিং অফিসারদের মাঠ পর্যায়ে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে থাকে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠপর্যায়ে কর্মকর্তাদের সহযোগিতা করবেন। এসময় তিনি আজ রোববার থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সভায় সাংবাদিকদের থাকতে দেয়া হবে বলেও জানান। এর ্আগে সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এই ঘটনা ঘটে। এর পরই গণমাধ্যম কর্মীদের অনুষ্ঠানস্থল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়। গণমাধ্যম কর্মীরা রীতি অনুযায়ী সিইসির বক্তব্য পর্যন্ত অনুষ্ঠানস্থলে থাকার দাবি জানালেও এতে সায় দেয়নি কমিশন। পরে বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি। পুলিশ কমিশনের নিয়ন্ত্রণেই আছে দাবি করে তিনি বলেন, আমাদের কথার বাইরে বিনা কারণে পুলিশ কাউকে গ্রেফতার করে না, করছে না। আইন অনুযায়ী যেভাবে এগোনোর কথা সেভাবেই এগোচ্ছে। এসব বিষয়ে সরকারের কোনো নির্দেশ নেই। নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের নির্দেশ মাঠে যায় এবং সেটিই প্রতিফলিত হয়। কেএম নূরুল হুদা বলেন, এসময় তিনি আজ রোববার থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সভায় সাংবাদিকদের থাকতে দেয়া হবে বলেও জানান। ব্রিফিংয়ে ইটিআই মহাপরিচালক বক্তব্য দেয়ার পরে সাংবাদিকদের বের হয়ে যেতে বলে ইসি। তখন সাংবাদিকরা বারবার জানান, তারা সিইসির বক্তব্য শুনে চলে আসবেন। তা না হলে সংবাদ তৈরি করা যাবে না। কিন্তু ইসি কোনো কথা না শুনে সাংবাদিকদের বেরিয়ে যেতে বলে। সংবাদকর্মীরা বের হতে না চাইলে ইসির পক্ষ পথকে জনসংযোগ বিভাগের পরিচালক এসএম আসাদুজ্জামান রূঢ় আচরণ করেন এবং এরপর পবরিয়ে আসেন সংবাদকর্মীরা।
বেলা সোয়া ১১টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্বাচনী আচরণ বিবিধামালা সংক্রান্ত ব্রিফিং শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা ছাড়া পুলিশ কাউকে অহেতুক গ্রেফতার-হয়রানী করছে না। বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, স্বাগত বক্তব্য দেন নির্বাচন প্রশিক্ষণ ইনিস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক, এতে প্রধান অতিথি হিসেবে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূররুল হুদা, এবং বিশেষ অতিথি হিসেবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
এব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নারায়নগঞ্জ, গাজিপুর, কিশোরগঞ্জ, শেরপুরসহ কয়েকটি জেলার ২২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর।



 

Show all comments
  • Nannu chowhan ২৫ নভেম্বর, ২০১৮, ৮:৪১ এএম says : 0
    Ashole abaro proman korlen apnara nirepokkho non, apnara jonogoner jonno non, apnara shorkari doler pokkho hoye shob kisu kore mittha shafai gaisen. otit theke shikkha nin . Jonogoner moter biruddhe gia kono shorkar tike thakte parenai.Prottek din apnar birodhi doler rajnitik neta kormider dhor pakor kosen,jonogon dekhse shunse...
    Total Reply(0) Reply
  • Engr Amirul Islam ২৫ নভেম্বর, ২০১৮, ১০:০৫ এএম says : 0
    No fair election possible under this Huda and he should be punished for this. He is 500 percent Awami league
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ