পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন আসন ভাগাভাগির বিষয়টি আলাপ-আলোচনার শেষ পর্যায়ে আছে। কাল-পরশুর মধ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়নের তালিকা ঘোষণা করা হবে। জোট-মহাজোটকে ৬৫ থেকে ৭০ এর মতো আসন দেয়া হবে। এর ব্যতিক্রম হবে না।
গতকাল শনিবার দুপুরে শরিকদের সঙ্গে আসন নিয়ে দফায় দফায় বৈঠকের পর সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। দলটির কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সকাল ১০টা থেকে জোট-মহাজোটের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেন ওবায়দুল কাদের। সকালে প্রথম বৈঠক জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আক্তারের সঙ্গে অনুষ্ঠিত হয়। এরপর বৈঠক করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সঙ্গে। দুপুরে আলোচনা অনুষ্ঠিত হয় জাতীয় পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে। এসময় বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু, মশিউর রহমান রাঙ্গা, মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশিদ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, আশ্বাস পেয়েছি, আরও পাবো। আলোচনা ফলপ্রসু হয়েছে। আলোচনা আরও হবে। তিনি বলেন, আসন ভাগাভাগিকে গুরুত্ব কম দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য নির্ভুলভাবে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি পথ চলতে চায়। আমাদের জয় যুক্ত হতে হবে। আবেগে সিদ্ধান্ত নেয়া যাবে না। চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। উভয় পক্ষের স্বার্থ ও সম্পর্ক অটুট রেখে আমাদের এগোতে হবে। যেসব আসন আমরা চাই, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রকৃতপক্ষে লক্ষে পৌঁছানোর জন্য নির্ভুল পথে চলতে হবে। কয়টা আসন পেয়েছেন জানতে চাইতে তিনি বলেন, আমরা পেয়েছি আরও পার। আমরা আশাবাদী চূড়ান্ত হওয়ার সময় আরও ভালো কিছু পাব। এই আশা নিয়ে আমরা চলে যাচ্ছি।
ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আমরা ইন্টারনাল আলোচনা করছি। ১৪ দল, জাতীয় পার্টিসহ অন্যান্য শরিক দলের সঙ্গেও আমরা কথা বলেছি। জাতীয় পার্টিকে কয়টি আসন দেওয়া হচ্ছে- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তা এখনও পরিষ্কার নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।