Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের ৫টি আসনে সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সুনামগঞ্জের ৫টি আসন থেকে প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে সুনামগঞ্জ-১ আসন থেকে এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র হাফিজ মাওলানা মুফতি ফখর উদ্দিন। সুনামগঞ্জ-২ আসন থেকে গণতন্ত্রী পার্টির গুলজার আহমদ। সুনামগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের এম এ মান্নান, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, এলডিপির মাহফুজুর রহমান খালেদ, ইসলালামী আন্দোলন বাংলাদেশ’র ক্বারী মুহিব্বুল হক। সুনামগঞ্জ-৪ আসন থেকে জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিসবাহ, বিএনপির অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া, স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র তানভীর আহমদ তাছলিম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হারুনুর রশীদ, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জেএসডি) দেওয়ান ইসকান্দর রাজা চৌধুরী। সুনামগঞ্জ-৫ আসন থেকে বিএনএফ এর আশরাফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী রনজিত কুমার দে, বিএনপির মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মুহিব্বুল হক আজাদ। গত বৃহস্পতিবার পর্যন্ত এইসব সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সুনামগঞ্জের রিটানিং কর্মকর্তা আব্দুল আহাদ জানান, নির্বাচনকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুনামগঞ্জ

১১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ