Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌকা নিয়ে সরব

রামগতি (লক্ষীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসন থেকে প্রার্থী হচ্ছে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের পক্ষ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সরব মেজর (অব.) আবদুল মান্নান। এ লক্ষ্যে রামগতি ও কমলনগর উপজেলার মাঠে-ময়দানে চষে বেড়াচ্ছেন তার সমর্থিত নেতাকর্মীরা। নৌকার পক্ষে চলছে নানা কর্মসূচিও। যোগাযোগ রাখছেন তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে। নৌকার মনোনয়ন দৌঁড়ে এগিয়ে রয়েছেন তিনি। মেজর (অব.) আবদুল মান্নানের হাত ধরেই রামগতি-কমলনগরে আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি আরো চাঙ্গা হচ্ছে মনে করছেন ত্যাগী নেতারা। তিনি নৌকার মনোনয়ন পাবে এমন প্রত্যাশায় মানুষের মাঝে আনন্দ দেখা গেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও সহযোগী সংগঠনের ত্যাগী নেতাকর্মীরা মেজর মান্নানকে অভিভাবক হিসেবে দেখতে ভোট প্রচারে নেমেছে। তিনি দেশের একজন শীর্ষ ব্যবসায়ী হওয়ায় দুই উপজেলার মানুষকে আর্থিকসহ নানা ধরণের সাহায্য-সহযোগিতা করেছেন। এছাড়া বর্তমান এমপি আবদুল্লাহ আল মামুন গত ৫ বছরের আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে রেখেছেন গ্রুপিং কোন্দলে। তার ছত্রছায়ায় ইউপিসদস্য আরমান, রিপন ও তার প্রতিনিধি আনোয়ারসহ তথাকথিত কিছু দলবাজ নেতারা সরকারের খাঁসজমি দখল, টেন্ডারবাজি ও চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার ও সরকারি বরাদ্দ তছরুপ করাসহ নানা কর্মকান্ডে ক্ষুদ্ধ দু’উপজেলার সাধারণ মানুষ। উপজেলা আ.লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার জানান, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে ভালোবেসে নৌকা মার্কার ভোট করেছি। এবার প্রধানমন্ত্রী যাকে নৌকার মনোনয়ন দিবেন আমরা তার পক্ষেই কাজ করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ