Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরো ৬ জাহাজ যোগ হবে বিএসসির বহরে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চীন থেকে আমদানি প্রক্রিয়াধীন ছয়টি সমুদ্রগামী জাহাজ ছাড়াও আরও ছয়টি জাহাজ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে সংযোজনের পদক্ষেপ নেয়া হয়েছে। গতকাল (শনিবার) বিএসসির ৪১তম বার্ষিক সাধারণ সভায় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান স্বাগত বক্তব্যে একথা জানান। চট্টগ্রাম বন্দরের শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে উক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী বলেন, রামপাল, মাতারবাড়ী, পায়রায় কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। এলএনজি আমদানি করা হয়েছে। কয়লা, এলএনজি ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের জ্বালানি তেল পরিবহনের জন্য বিভিন্ন ধরনের জাহাজ বিএসসির বহরে সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ বলেন, বর্তমানে বøু ইকোনমির পথ সুগম হয়েছে। বিএসসির জাহাজ বহরে ২৫টি জাহাজ রাখার উদ্যোগ নেয়া হচ্ছে। আগামী ২ বছরে ১০টি নতুন জাহাজ বিএসসির বহরে সংযোজনের জন্য সরকারের অনুমোদন পাওয়া গেছে। ইতোমধ্যে দু’টি নতুন সমুদ্রগামী জাহাজ বিএসসির বহরে যুক্ত হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আরও চারটি জাহাজ আসবে। বিএসসি এখন লাভজনক প্রতিষ্ঠান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাহাজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ