Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জিব্রাল্টার ইস্যুতে টানাপড়েন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বহুল প্রত্যাশিত ব্রেক্সিট চুক্তি সম্পাদনের আগে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করতে বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যস্থতাকারীরা। সেখানে একেবারে শেষ মুহূর্তে এসে জিব্রাল্টার ইস্যুতে স্পেনের বিরোধিতায় স্পষ্ট হয়ে উঠেছে সমঝোতা প্রক্রিয়া সহজতর হচ্ছে না। ইইউ থেকে ব্রিটেনের আইনি বিচ্ছেদ বাস্তবায়নের আগে একটি চুক্তির ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে উভয় পক্ষ। ব্রেক্সিটের পর ইইউর সঙ্গে ব্রিটেনের সম্পর্ক কেমন হবে এবং তাদের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক কেমন হবে, সে বিষয়গুলো থাকার কথা ওই চুক্তিতে। ব্রিটেনের ব্রেক্সিট চুক্তির ব্যাপারে নিজেদের বিরোধিতার জায়গা স্পষ্ট করেছে স্পেন। তারা বলছে, জিব্রাল্টার প্রণালিতে বিতর্কিত ব্রিটিশ ভূখন্ড নিয়ে বিরোধ মাদ্রিদের সঙ্গেই মীমাংসা করতে হবে। জিব্রাল্টারের চিফ মিনিস্টার ফ্যাবিয়ান পিকার্ডো শুক্রবার বলেন, ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে আসার ব্যাপারে জিব্রাল্টারের ভূমিকা কী হবে, সে ইস্যুতে স্প্যানিশ মিত্রদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বৃহস্পতিবার জানান, (জিব্রাল্টার ইস্যুতে) কোনো পরিবর্তন না আনলে ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে আসার খসড়া চুক্তি সমর্থন করবে না স্পেন। তিনি বলেন, ‘টেরিসা মের সঙ্গে আলোচনার পর আমাদের মধ্যে এখনো অনেক মতপার্থক্য রয়েছে। আমার সরকার সবসময়ই স্পেনের স্বার্থের পক্ষে লড়বে। যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে আমরা ব্রেক্সিটে ভেটো দেব।’ ইইউ নীতিমালার আওতায় ব্রেক্সিট চুক্তিটি সর্বসম্মতিক্রমে পাস হওয়ার প্রয়োজন নেই। ২৭ সদস্যবিশিষ্ট জোটটির সংখ্যাগরিষ্ঠ সদস্য ভোট দিলেই সেটি কার্যকর হবে। তবে রাজনৈতিকভাবে সবচেয়ে সংবেদনশীল এ ইস্যুটিতে ইইউ নেতারা ঐক্য কামনা করছেন। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রেক্সিট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ