Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবহাওয়া পরিবর্তনে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য হুমকিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

লাগামছাড়া আবহাওয়া পরিবর্তন যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলারের আর্থিক ক্ষতির পাশাপাশি জনস্বাস্থ্য ও জীবনমানকে হুমকিতে ফেলত পারে বলে সতর্ক করে দিয়েছে নতুন এক সরকারি প্রতিবেদন। চতুর্থ ন্যাশনাল ক্লাইমেট অ্যাসেসমেন্ট প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়া পরিবর্তনের ভবিষ্যত ঝুঁকি নির্ভর করবে আজকের নেওয়া সিদ্ধান্তের ওপর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জীবাশ্ম জ্বালানি ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মতভেদ তৈরি করবে এই প্রতিবেদনের সতর্কতা। নতুন এই প্রতিবেদনে ইউএস ক্লাইমেট অ্যাসেসমেন্ট আমিরিকার সমাজের প্রতিটা ক্ষেত্রেই আবহাওয়া পরিবর্তনের প্রভাবকে নথিবদ্ধ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিক হারে কার্বন নিঃসরণ অব্যাহত থাকলে চলতি শতাব্দীর শেষ নাগাদ কয়েকটি অর্থনৈতিক খাতে বার্ষিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে শত শত কোটি মার্কিন ডলার। এই ক্ষতির পরিমাণ বহু রাজ্যের জিডিপির চেয়েও বেশি হবে। প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়া পরিবর্তনের বিভিন্ন প্রভাব দেশের বিভিন্ন কমিউনিটিতে এখনই অনুভূত হচ্ছে। এর মধ্যে রয়েছে, ঘন ঘন তীব্র আবহাওয়া ও আবহাওয়া সশ্লিষ্ট বিভিন্ন ঘটনা। তবে প্রতিবেদন বলছে ভবিষ্যতের বিপর্যয় এড়ানো যাবে যদি সমাজের মানুষ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে কাজ করে এবং যে পরিবর্তন সাধিত হবে তার সঙ্গে খাপ খাইয়ে নেয়। গত অক্টোবরে আবহাওয়া বিজ্ঞানীদের রাজনৈতিক এজেন্ডা রয়েছে বলে অভিযোগ করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে তিনি বলেছিলেন, তাপমাত্রা বৃদ্ধির জন্য মানুষেরা দায়ী বলে মনে করেন না তিনি। দায়িত্ব নিয়েই তিনি প্যারিস আবহাওয়া চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ওই সময়ে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও কর্মীদের যেন কোনও অসুবিধা তৈরি না হয় তেমন একটি ন্যায়সঙ্গত চুক্তির জন্য আলোচনা চালাবেন তিনি। নির্বাচনি প্রচারণার সময়ে আবহাওয়া পরিবর্তনকে একটি ধাপ্পাবাজি বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। তবে ওই বক্তব্য থেকে স¤প্রতি সরে এসে সা¤প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি এটাকে ধাপ্পাবাজি বলে মনে করি না। আমার মনে হয় এই বিষয়ে হয়তো কোনও পার্থক্য আছে। বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবহাওয়া

২৯ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ