মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শুক্রবার পাকিস্তানের করাচিতে চীনা কনস্যুলেটে হামলার মূল পরিকল্পনাকারী নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) বর্তমান কমান্ডার আসলাম ওরফে আচু বর্তমানে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কনস্যুলেটে ওই হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও হামলাকারীসহ ৭ জন নিহত হয়। খবর দি এক্সপ্রেস ট্রিবিউন।
শুক্রবার পাকিস্তানের উর্দুভাষী সংবাদপত্র এক্সপ্রেস নিউজ-এরসূত্রে প্রাপ্ত খবরের বরাত দিয়ে বলা হয়, আসলাম ওরফে আচু নয়াদিল্লির ম্যাক্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সূত্র জানায়, ১৮ মাস আগে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক বন্দুকযুদ্ধে আহত হয়ে আচু দিল্লিতে পালিয়ে যান। নিরাপত্তা বাহিনীর সঙ্গে ওই বন্দুকযুদ্ধে আচুর বিএলএ-র অনেক সদস্য নিহত হয়। শুক্রবার করাচিতে হামলার পর নয়াদিল্লিতে চিকিৎসাধীন আচুর খবর ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
চীনা কনস্যুলেটে এই হামলায় চীনা কোনো নাগরিক নিহত হয়নি। হামলাকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ পুলিশ সদস্য নিহত হন। অন্যদিকে বন্দুকযুদ্ধে ৩ হামলাকারী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ২ বেসামরিক ব্যক্তিও নিহত হয়েছেন। জানা গেছে, সন্ত্রাসীদের সাথে পুলিশের লড়াইয়ে মহিলা সিনিয়র এসপি সুহাই তালপুর সফল ভাবে নেতৃত্ব দেন। উল্লেখ্য একই দিনে পাখতুনখাওয়া প্রদেশে আরেকটি বোমা বিস্ফোরণে ৩২ জন নিহত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।