আসন্ন জাতীয় নির্বাচনে এক আসনে একজন প্রার্থী দেওয়ার বিষয়কে গুরুত্ব দিতে ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ আজ এক টেবিলে আলোচনায় বসেছিল। সকাল সাড়ে এগারটায় পুরানা পল্টনস্থ একটি হোটেলে অনুষ্ঠিত এ টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব শেখ গোলাম আজগর, ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, ইসলামী ঐক্যজোট (রকিব) সিনিয়র যুগ্ম-মহাসচিব বীরমুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় শূরা সদস্য মুফতি আব্দুল মুমিন, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মাওলানা আনছারুল হক ইমরান, মাওলানা মেহেদী হাসান, নেজামে ইসলাম পার্টির প্রতিনিধি মুহাম্মদ নুরুজ্জামান, নিজামুদ্দীন আদনান প্রমূখ।
বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ জাতীয় নির্বাচনে আসন ভিত্তিক ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছেন। আসন ভিত্তিক ঐক্যের বিষয়টি নিজ নিজ দলীয় নীতি নির্ধরাকদের নিকট তুলে ধরার বিষয়ে নেতৃবৃন্দ একমতে পৌছেছেন। বৈঠকে বলা হয় ইসলামী দলগুলো জোটগতভাবে অথবা দলীয়ভাবে নির্বাচন করলেও এক প্রার্থীর বিপরীতে অন্য প্রার্থী না দেয়ার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বলা হয় সংসদে গিয়ে ভূমিকা রাখতে হলে আগামী নির্বাচনে আসন ভিত্তিক ঐক্যের কোনো বিকল্প নেই। নেতৃবৃন্দ বলেন, জোটগতভাবেই হোক অথবা দলীয়ভাবেই হোক ইসলামী দলের প্রার্থীরা সংসদে গেলে তারা ইসলামের পক্ষেই ভূমিকা রাখবে।