Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরপুর টেস্টে নিষিদ্ধ গ্যাব্রিয়েল

ইমরুলকে ধাক্কা মেরে ছিটকে গেলেন নিজেই!

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

চট্টগ্রাম টেস্টের মাঝপথেই ওয়েস্ট ইন্ডিজ পেল একটি দুঃসংবাদ। বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে পাচ্ছে না তারা ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েলকে। ইমরুল কায়েসকে ধাক্কা দিয়ে ডিমেরিট পয়েন্ট পেয়ে নিষিদ্ধ হয়েছেন তিনি এক টেস্ট।
চট্টগ্রাম টেস্ট শুরুর আগে গ্যাব্রিয়েলের ডিমেরিট পয়েন্ট ছিল তিনটি। এই টেস্টের প্রথম দিনেই গোল পাকান মাঠে। ম্যাচের অষ্টম ওভারে রান নেওয়ার সময় ব্যাটসম্যান ইমরুলের সঙ্গে উইকেটে ধাক্কার মতো লাগে বোলার গ্যাব্রিয়েলের। গ্যাব্রিয়েলকে এ সময় দেখা যায় বেশ উত্তেজিত। ইমরুলের সঙ্গে কথা বলতেও তাকে দেখা যায় বারবার। এক পর্যায়ে হস্তক্ষেপ করতে হয়েছিল আম্পায়ারদের। মাঠের আম্পায়াদের অভিযোগের প্রেক্ষিতে দিন শেষে ম্যাচ রেফারির কাছে ডাক পড়ে গ্যাব্রিয়েলের।
আইসিসির ভাষায়, ইমরুলকে দেওয়া গ্যাব্রিয়েলের ধাক্কা ছিল ‘অযাচিত ও ইচ্ছাকৃত।’ আম্পায়ারদের মনে হয়েছে, এই ধাক্কা ‘চাইলেই এড়ানো যেত’। মাঠে শারীরিক সংঘর্ষের ক্ষেত্রে আইসিসির আচরণবিধি বেশ কড়া। ম্যাচ রেফারি ডেভিড বুন এবার দুটি ডিমেরিট পয়েন্ট দেন গ্যাব্রিয়েলকে। পাশাপাশি জরিমানা করেন ম্যাচ ফির ৩০ শতাংশ।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, দুই বছর সময়ের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট, দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টির যেটি আগে আসে, সেটিতে নিষিদ্ধ থাকতে হয়। গ্যাব্রিয়েল তাই খেলতে পারবেন না আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে। গত বছর এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে জ্যামাইকা টেস্টে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা হওয়ার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল গ্যাব্রিয়েলকে।
চোটের কারণে আগেই জেসন হোল্ডারকে হারানো ক্যারিবিয়ানদের জন্য বড় ধাক্কা গ্যাব্রিয়েলকেও না পাওয়া। সাম্প্রতিক সময়ে টেস্টে দলের সেরা পারফরমার এই পেসার চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে নিয়েছেন চার উইকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিষিদ্ধ গ্যাব্রিয়েল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ