Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষতিপূরণ ও জমির মালিকানা দেয়ার লিখিত প্রতিশ্রুতি

ভারতের মুম্বাইয়ে কৃষকদের বিক্ষোভ কর্মসূচি পালিত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ভারতের মুম্বাইয়ে কৃষকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। তাদের দাবি, ঋণ মওকুফ ও যেসব জমি তারা প্রজন্মের পর প্রজন্ম চাষাবাদ করে আসছে তার মালিকানা বুঝে পাওয়ার। তাদের অন্যান্য দাবিগুলোর একটি ফসল ও দুধের ন্যায্য মূল্য নিশ্চিত করা। তাছাড়া খরার কারণে ক্ষতিপূরণের দাবিও তুলেছেন তারা। বৃহস্পতিবার মুম্বাই জমায়েতে অংশ নিয়েছেন হাজার হাজার কৃষক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শেষ পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে কৃষকদের দাবি মেনে নেওয়ার বিষয়ে লিখিতভাবে প্রতিশ্রুতি দিতে হয়েছে। তিনি কৃষকদের দাবি মেনে নেওয়ার বিষয়ে চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন, বিশেষ করে খরার কারণে ক্ষতিপূরণ ও জমির মালিকানা বুঝিয়ে দেওয়ার বিষয়ে। আর এই প্রতিশ্রুতি তাকে দিতে হয়েছে লিখিতভাবে। ২০১৪ সালের যে নির্বাচনে জিতে মোদি ক্ষমতায় এসেছিলেন সেই নির্বাচনে ভারতের কৃষকরা উল্লেখযোগ্য সংখ্যায় ‘ভারতীয় জনতা দলকে’ (বিজেপি) সমর্থন করেছিল। ‘লোক সাংঘার্ষ মোর্চার’ ব্যানারে হওয়া কৃষকদের এই সমাবেশের প্রতি সমর্থন ছিল ‘জনতা দল (সেক্যুলার),’ ‘আম আদমি পার্টি’ ও ‘শিব সেনার।’ মহারাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলই ক্ষমতাসীন রয়েছে। সেখানকার মুখ্যমন্ত্রী দেভেন্দ্র ফাড়নাভিশ। মুম্বাইতে বিক্ষোভ করা কৃষকরা ঋণ মওকুফ ও জমি ফেরতের দাবিতে লাগাতার শ্লোগান দিয়েছেন। এমন প্রতিবাদে আগেও যোগ দিয়েছেন এমন একজন রেমসিং পাওরা। তিনি বলেছিলেন, ‘কয়েক প্রজন্ম ধরে আমরা যেসব জমি চাষ করে যাচ্ছি তা আমাদের নামে নেই। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষক; বিক্ষোভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ