Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাচারকৃত অর্থ আনতে পাকিস্তানের চুক্তি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

পাকিস্তান সরকারের প্রধানমন্ত্রীর জবাবদিহিতা বিষয়ক বিশেষ দূত শাহজাদ আকবর বলেছেন যে, সরকার লুট হওয়া অর্থ ফিরিয়ে আনতে ১০টি দেশের সঙ্গে চুক্তি সই করেছে। একটি বেসরকারি সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনাকালে ব্যারিস্টার আকবর ওই ঘোষণা দেন। তিনি আরো বলেন, পাচার হওয়া অর্থের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে সরকার। লুট হওয়া ৭০০ বিলিয়ন রুপি’র তথ্য উপযুক্ত সময়ে জনগণের কাছে প্রকাশ করা হবে। তিনি বলেন, সরকার জবাবদিহিতা প্রক্রিয়া অব্যাহত রাখবে এবং বিদেশে পাচার হওয়া লুটের টাকা ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আরো বলেন যে, সরকার প্রবাসী পাকিস্তানীদের স্বার্থ রক্ষা করবে এবং দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার করতে ব্যবসায়ী সম্প্রদায়কে সুবিধা দেবে। এর এক দিন আগে মালয়েশিয়া সফরকালে প্রধানমন্ত্রী ইমরান খান এক অনুষ্ঠানে বক্তব্যকালে বলেন যে দেশের অর্থনীতিতে প্রবাসীরা যেন অবদান রাখতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে। চলতি মাসের গোড়ার দিকে ব্যরিস্টার আকবর মিডিয়াকে বলেছিলেন যে সরকারের জবাবদিহিতা দফতর ৫,০০০-এর বেশি ভুয়া একাউন্ট খুঁজে পেয়েছে। এসব একাউন্ট অর্থপাচারের জন্য ব্যবহার করা হয়ে থাকতে পারে। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানের চুক্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ