নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি, খুলনায় বিজয়ের সেই বিজয়বার্তা খুব বেশিদিন স্থায়ীত্ব পায়নি। টেস্টে নিজের অবস্থানের জানান দিতে পারেননি, বন্ধু মুমিনুল সেই জায়গাটা নিজের করে নিয়েছেন। নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ২০১৫ বিশ্বকাপে সোলডার ইনজুরিতে পড়ার পর ওয়ানডে দলে হারিয়েছেন জায়গা, ফিরতে পারেননি। টি-২০তে জিম্বাবুয়ের বিপক্ষে ৫১ বলে ৪৭এ হাতুরুসিংহের মনই উঠে গেছে তার উপর থেকে। ওয়ানডেতে স্ট্রাইক রেট তার ৭০.০০ শতাংশ। বড় আত্মকেন্দ্রিক ব্যাটসম্যানের অপবাদটা লেগে আছে তার নামের পাশে। সেই অপবাদ ঘোঁচানোর জন্য প্রিমিয়ার ডিভিশনের চলমান আসরকে নিয়েছেন বেছে গাজী গ্রæপের ওপেনার এনামুল বিজয়। কোচ হিসেবে সালাউদ্দিনকে পেয়ে নিজের ভুল সংশোধনের উপায়ও পেয়েছেন এই টপ অর্ডার। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ১৬ মাস পর সেঞ্চুরির দেখা পেয়েছেন, মাত্র ৮৫ বলে তার এই সেঞ্চুরিতে ৪ বাউন্ডারির পাশে ৭ ছক্কা ! যেনো অচেনা বিজয়কেই গতকাল শের-ই-বাংলা স্টেডিয়ামে দেখেছে দর্শক। নিজেই তৃপ্তির ঢেকুর তুলছেন তাতেÑ‘ গেল বারের প্রিমিয়ার লিগে দুই ম্যাচে সেঞ্চুরি মেরেছিলাম। প্রথম ম্যাচে ১০০ আর শেষ ম্যাচে রূপগঞ্জের বিপক্ষে ১৫০। আজ (গতকাল) সেঞ্চুরি করতে পেরে ভালো লেগেছে। ইচ্ছে ছিল যতোটা সম্ভব লম্বা ব্যাটিং করার। বাতাসের ফেভারটাও পেয়েছি। আর কিছু বোলারকেও মারার জন্য বেছে নিয়েছিলাম।’
স্ট্রাইক রেটের উন্নতির পেছনে রহস্য কঠোর অনুশীলন, সেই নেপথ্য কারনই এনেছেন সামনেÑ‘ আমি ইমপ্রুভ করছি। প্রতিদিন সালাহউদ্দিন স্যার, জিকো ভাই, উজ্জ্বল ভাই’র সাথে ব্যাটিং নিয়ে কথা হচ্ছে। ভুল ধরিয়ে না দিলে তো ভুল শোধরানো সম্ভব নয়। এখন আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভুল শোধরানোর কাজ করছি। আগে যেখানে ৪ ঘন্টা অনুশীলন করতাম, এখন সেখানে দিনে ৬ ঘণ্টা অনুশীলন করতে পারি কীনা, নিজের মধ্যে আরো পেশাদারিত্ব আনা যায় কীনা, সেদিকেই মনোযোগ দিচ্ছি। আরও ভাল প্রস্তুতি নিয়ে জাতীয় দলে ঢোকা যায় কীনা, সেটাই ভাবছি।’
৬৭,৪২’র পর ১০০Ñনিজেকে ছাড়িয়ে যেতে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের চলমান আসরকে নিয়েছেন বেছে বিজয়। জাতীয় দলে ফেরার মঞ্চ হিসেবে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগকেই করেছেন টার্গেট এই টপ অর্ডারÑ‘ প্রায় ১ বছর পর আমি ওয়ানডে ম্যাচ খেলেছি। ন্যাশনাল টিমের হয়ে শেষ যে ম্যচে আমি ইনজুরড হলাম তার আগের ম্যাচে শ্রীলংকার সাথে বিশ্বকাপেওই ম্যাচের পর এবার প্রিমিয়ার ডিভিশনে ওয়ানডে ম্যাচ খেলছি। এক বছর পর কতটুকু উন্নতি করতে পারলাম আর না পারলাম তা নিয়ে নিজেরএকটা চাপ তো আছেই। সবসময়ই চাই যেন নিজেকে ছাড়িয়ে যেতে । গত বছর প্রিমিয়ার ডিভিশনে ২টা সেঞ্চুরি ছিল এবছর তার চেয়ে বেশি সেঞ্চুরি করতে পারি কীনা, সে দিকেই তাকিয়ে আছি। ’
গতকাল ফিফটির পর গ্যালারি থেকে মাশরাফির হাততালি সেঞ্চুরিতে উদ্বুদ্ধ করেছে বলে জানিয়েছেন বিজয়Ñ‘ মাশরাফি ভাই সব সময়ই অনুপ্রেরনা দিয়ে থাকেন। ভবিষ্যতেও ওনাকে সবাই স্যালুট করবেই। বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেয়ার একজন নেতা বলতে পারেন।ফিফটির পরে তিনি যখন তালি দিলেন তখন ভালো লেগেছে। ১০০ করার পর যখন মাশরাফি ভাই সুমন ভাই’র দিকে তাকালেন, তখনও নিজের কাছে দারুন কিছু মনে হয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।