পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মনোনয়নপত্র সংগ্রহ করে নিজ নিজ এলাকায় ভোটারদের কী ‘বার্তা’ দিয়েছেন, দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে এমন তথ্যই জানতে চেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোন ব্যক্তির জন্য নয় মূলত প্রতীকের জন্যই ভোট প্রার্থনা করতে সব মনোনয়ন প্রত্যাশীদের নির্দেশ দিয়েছেন তিনি।
মনোনয়ন বোর্ডের কাছে সাক্ষাতকার দেওয়া ময়মনসিংহের একাধিক নেতা বুধবার (২১ নভেম্বর) রাতে ইনকিলাবকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলছেন, ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে পাহাড়া বসানোরও কড়া নির্দেশ দিয়েছেন ভিডিও কনফারেন্সে।
মর্যাদাপূর্ণ ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন ইনকিলাবকে বলেন, ‘নির্বাচনে বিএনপি বিজয়ী হলেই খালেদা জিয়ার মুক্তি মিলবে এই বিষয়টিকেই ভোটারদের সামনে তুলে ধরতে বলেছেন তারেক রহমান। তিনি বলেন, আমাদের নেতার নির্দেশ, যাকেই ধানের শীষ দেওয়া হোক বিজয়ী করা হবে। আমরা ব্যক্তি নয়, ধানের শীষের পক্ষে কাজ করি এবং করবো।
এগিয়ে আসা একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে গণভোটে রূপান্তরিত করতে দিক নির্দেশনা দিয়েছেন তারেক রহমান, এমন তথ্য জানান ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে তিনি দলের মনোনয়ন প্রত্যাশী। ময়মনসিংহের ১১ টি আসনে পুরো সাক্ষাতকার গ্রহণ প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন ৯০’র স্বৈরাচার হটানো আন্দোলনের অন্যতম এই ছাত্রনেতা।
তিনি বলেছেন, দলীয় মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ করে ভোটারদের কাছে কী বক্তব্য নিয়ে গেছেন এই বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জানতে চেয়েছেন দেশনায়ক তারেক রহমান।
ভোটারদের মূল্যবান ভোটই খালেদা জিয়াকে মুক্ত করতে পারে এই বিষয়টি জনগণের সামনে তুলে ধরতে সুস্পষ্ট নির্দেশনা পেয়েছি আমরা। সেই মোতাবেকই আমরা কাজ করে যাচ্ছি।
ওয়াহাব আকন্দ বলেন, তারেক রহমান ধানের শীষের প্রতীককেই গুরুত্ব দিয়েই এই নির্বাচনকে গণভোটে রূপান্তরিত করার নির্দেশ দিয়েছেন। আর সেই গণভোটে বিএনপি আবারো রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবে। মিথ্যা, সাজানো মামলা থেকে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি মিলবে।’
মনোনয়ন বোর্ডে সাক্ষাতকার দেওয়া ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপি’র কনিষ্ঠ মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ মোহাম্মদ শাহাবুল আলম বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের প্রশ্ন করেছেন আমরা ইতোমধ্যেই ভোটারদের কাছে কী ম্যাসেজ নিয়ে গেছি।
আমরা বলেছি, খালেদা জিয়ার মুক্তি চাই, ধানের শীষে ভোট চাই। নেতা এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এই নির্বাচনে ইস্পাত কঠিন ঐক্য গড়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। তবেই গণতন্ত্রের মা খালেদা জিয়ার মুক্তি মিলবে।’
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, নিবেদিতপ্রাণ রাজনীতিক সফটওয়্যার প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। মনোনয়ন বোর্ডে সাক্ষাতকার দিয়েছেন তিনিও।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা প্রসঙ্গে বলতে গিয়ে স্থানীয় উপজেলা বিএনপি’র এই সভাপতি ইনকিলাবকে বলেন, নিজের জন্য নয় ধানের শীষের প্রতীকের জন্য জনগণের কাছে যাওয়ার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। পাশাপাশি সুনির্দিষ্ট কিছু বক্তব্য তুলে ধরে ভোট চাইতে বলেছেন ভাবী এই রাষ্ট্রনায়ক। এর মধ্যে অন্যতম প্রধান এবং প্রথম বিষয় হলো দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।