Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিলাদুন্নাবী (সা.) নিয়ে কটুক্তি করলে ঈমান থাকবে না

ইসলামী মহাসম্মেলনে পীর সাহেব জৈনপুরী

| প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার শরীফের (নারায়ণগঞ্জ) উদ্যোগে গত বুধবার বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও বিদায়ী মোনাজাত পরিচালনা করেন তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ-এর আমির আল্লামা মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দীকি পীর সাহেব জৈনপুরী।
সভাপতির বক্তব্যে পীর সাহেব জৈনপুরী বলেন, যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বাব বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকেই বলে ঈদ। আর ঈদে মিলাদুন্নবী (স.) হলো আখেরী নাবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহিস ওয়া সাল্লাম ১২ রবিউল আওয়াল এ ধরায় তাশরিফ আনেন। আমাদেরকে স্মরণ রাখতে হবে, মিলাদুন্নাবী ছাড়া সিরাতুন্নাবী অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। নবীজীর আগমন না হলে আল্লাহ তায়ালা পৃথিবী সৃষ্টি করতেন না। আর পৃথিবী সৃষ্টি না হলে কোরআন আসত না। তাই কোরআনের মাস রমজানের চেয়ে রাসূলের মিলাদের মাস রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ।
পীর সাহেব জৈনপুরী আরোও বলেন, আজকে সমাজে একদল ফেৎনাবাজ মিলাদুন্নবী (স.) নিয়ে নানা ধরনের কটূক্তি করে থাকে এবং বলতে চায় কোরআন হাদিসে মিলাদুন্নাবীর কোন দলিল নেই। অথচ কোরআনের সুস্পষ্ট আয়াত এবং অসংখ্য সহিহ্ হাদিস দ্বারা মিলাদুন্নবী (স.) প্রমাণিত। আমাদের আক্বিদা মিলাদ যার সিরাত তাঁর, সিরাত যার মিলাদ তাঁর। এখানে বাড়াবাড়ির কোন সুযোগ নেই। ইসালামী মহাসম্মেলনে উপস্থিত ছিলেন, আল্লামা এমদাদুল্লাহ আব্বাসী জৈনপুরী, আল্লামা এহসান উল্লাহ আব্বাসী জৈনপুরী, আল্লামা নেয়ামত উল্লাহ আব্বাসী জৈনপুরী, তিলাওয়াত করেন, মাওলানা ক্বারী সাইয়্যেদ ওবায়দুল্লাহ আব্বাসী জৈনপুরী, নাতে রাসূল (স.) পরিবেশন করেন, সাইয়্যেদ মুহাম্মদ মোস্তফা আহমাদ আমিন আকিব আব্বাসী, পীরজাদা নাইমুর রহমান, মাওলানা এনায়েত উল্লাহ মাজহার, মাওলানা সোলাইামান, পীর সাহেব ফেনী, মাওলানা এনামুল হক আজাদী প্রমুখ। সম্মেলন শেষে পীর সাহেব হুজুর বিদায়ী মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ