রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
উপজেলার বালুচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের ফের টেটা যুদ্ধে ১০ জন টেটা বিদ্ধসহ আহত হয়েছে ২৪ জন ভাঙচুর হয়েছে বেশ কিছু বাড়িঘর। গুরুতর আহত ৯ জনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্যান্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় এ সংঘর্ষের ঘটনা শুরু হয়ে সাড়ে ৪ ঘণ্টা পর সাড়ে ১১টায় শেষ হয়। আহতরা হলেন- আহতরা হলেন জসিম মোল্লা (২৮), আসাদ মোল্লা (৪৫), জামাল মোল্লা (৫০), মাসুম (৪০), খোকন সরকার (৪৫), আক্তার মুন্সী (২৮), জাকারিয়া (২২), আক্তার মোল্লা (২৮), মজিবর মুন্সী (৫৫), মোক্তার হোসেন (৩৪)। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ মোতায়েন রয়েছে।
জানা যায়, দীর্ঘ দিনের আধিপত্য বিস্তার নিয়ে নুরু বাউল ও নাছির মোল্লা গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে গত ২০ আগস্ট নাসির মোল্লা গ্রুপের তকদির মোল্লা নামে এক সমর্থক টেঁটাবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় আওলাদ মোল্লা বাদী হয়ে ৬০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। হত্যা মামলার ৩৪ আসামি গ্রেফতার হলে ২৭ জন আসামি গত ১৯ অক্টোবর জামিন পেয়ে ওইদিন সন্ধ্যায় তারা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। দুইদিন উত্তেজনার পর গতকাল সকালে টেঁটাযুদ্ধে শুরু হলে দু’গ্রুপের ১০ জন টেঁটাবিদ্ধসহ ২৪ জন আহত হয়। এ সময় নাছির গ্রুপের বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে শ্রীনগর ও টঙ্গিবাড়ি থানা পুলিশের সাহায্য নিয়ে বেলা ১১টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় দুইজনকে আটক ও দেশীয় অস্ত্র পাঁচ শতাধিক টেঁটা উদ্ধার করা হয়।
সিরাজদিখান সার্কেল সিনিয়র এএসপি আসাদুজ্জামান জানান, সিরাজদিখান, শ্রীনগর ও টঙ্গিবাড়ি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মোতায়েন আছে। দুইজনকে আটক করা হয়েছে। এ সমস্যা তাদের পূর্ব পুরুষদের সময় থেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।