Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

কৃষক বিক্ষোভে উত্তাল মুম্বাই

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

মহারাষ্ট্রের দশ হাজারের বেশি কৃষক ও উপজাতি জনগোষ্ঠীর বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার মুম্বাইয়ে এসে পৌঁছেছে। বুধবার এই বিক্ষোভ মিছিল শুরু হয়েছিল মহারাষ্ট্রের থানে থেকে। বিক্ষোভকারীরা মুম্বাইয়ের আজাদ ময়দানে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। গত বছর রাজ্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানাচ্ছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম এখবর জানিয়েছে। বিক্ষোভকারীরা বৃহস্পতিবার ভোর ৫টায় রাজপথে নামে মুম্বাইয়ের উদ্দেশ্যে। নগরের যানজট এড়াতে পুলিশ তাদের একঘণ্টা আগে রাজপথে নামতে অনুরোধ করেছিল। সকাল ১১টায় বিক্ষোভকারীরা আজাদ ময়দানে পৌঁছান। সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাভিসের একটি প্রতিনিধি দল বিক্ষোভকারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। খরায় সংকটে পড়া কৃষকরা ২০১৭ সালে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক ঋণ ভর্তুকির দাবি জানাচ্ছেন। উপজাতি কৃষকদের জন্য ভর্তুকি ও ক্ষতিপূরনেরও আশ্বাস দিয়েছিলেন তিনি। বিক্ষোভকারীরা মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়েছে লোক সংঘর্ষ মোর্চা’র ব্যানারে। কৃষকদের পাশাপাশি আম আদমি পার্টি ও মুম্বাইভিত্তিক কিছু সামাজিক গোষ্ঠীও বিক্ষোভে অংশ নিচ্ছে। এর আগে এই বছরের মার্চ মাসে বাম ঘরানা অল ইন্ডিয়ান কিসান সভার উদ্যোগে এক লংমার্চে কয়েক হাজার কৃষক অংশ নেন। ওই লংমার্চটি নাশিক থেকে শুরু হয়ে ১৮০ কিলোমিটার পাড়ি দিয়ে মুম্বাইয়ে পৌঁছেছিল। দ্য হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষক বিক্ষোভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ