Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারে গ্রেফতারকৃত রয়টার সাংবাদিকদের স্বপক্ষে রায় ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৮, ১:৫৪ পিএম | আপডেট : ৪:৩৯ পিএম, ২২ নভেম্বর, ২০১৮

মিয়ানমারের উচ্চ আদালত এই মর্মে রায় দিয়েছে যে, রয়টারের গ্রেফতারকৃত দুই সাংবাদিক তাদের অভিযোগের বিরুদ্ধে এখন আপিল করতে পারবেন I মিয়ানমারে সেপ্টেম্বর মাসে রয়টার বার্তা সংস্থার দুজন সাংবাদিককে যে কথিত গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়, তা গণতন্ত্রয়নের পথে মিয়ানমারের ভূমিকা এবং দেশে মানবাধিকার প্রশ্নে নানাবিধ উদ্বেগের সৃষ্টি করেছে I এই দুই সাংবাদিক স্থানীয় প্রতিরক্ষা বাহিনী ও স্থানীয় বৌদ্ধদের দ্বারা সংগঠিত ১০জন মুসলমান পুরুষ ও ছেলেদের হত্যাকাণ্ডের সংবাদ সংগ্রহে সেখানে গিয়েছিলেন সরকারি কর্তৃপক্ষ তখনি তাদের গ্রেফতার করে।

এই হত্যাকান্ড ছিল ২০১৭ সালে শুরু হওয়া রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠীর বিরুদ্ধে বৃহত্তর দমন অভিযানের অংশ বিশেষ, যে নৃশংসতার কারণে ৭ লক্ষ রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠী পার্শ্ববর্তী দেশ,বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ