Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্দামানের নিষিদ্ধ দ্বীপে আদিবাসীদের হাতে প্রাণ হারালেন মার্কিন যাজক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৮, ১:৫২ পিএম | আপডেট : ৪:৪০ পিএম, ২২ নভেম্বর, ২০১৮

২৭ বছরের মার্কিন যাজকের খুব ইচ্ছে ছিল আদিম আদিবাসীদের ধর্মান্তনিত করবেন। সেই ইচ্ছেতেই বারে বারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে গিয়েছেন। এবারও সেই মার্কিন যাজক স্থানীয় মৎস্যজীবীদের সাহায্যে পৌঁছেছিলেন এমন একটি দ্বীপে যেখানে বাস সেন্টিনেলিজদের। শেষ আদমসুমারী থেকে জানা গেছে, সংখ্যায় মাত্র ৪০-৬০ জন সেন্টিনেলিজ রযেছেন নর্থ সেন্টিনেল দ্বীপে। কিন্তু সভ্যতার আলো এরা গায়ে মাখতে চায় না। সভ্য দুনিয়া থেকে নিজেদের দূরেই সরিয়ে রেখেছে তারা। তবে মাঝে মাঝে বিদেশি পর্যটকরা স্থানীয় মানুষকে নানা প্রলোভন দেখিয়ে আদিম জনজাতির মানুষের সঙ্গে মেশার চেষ্টা করেছেন। এ ব্যাপারে অবশ্য সরকারের কড়া নিষেধাজ্ঞা রযেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ