মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সোমালিয়ায় মার্কিন সেনাবাহিনীর বিমান হামলায় আল-কায়েদার সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠন আল-শাবাবের কমপক্ষে ৩৭ জন যোদ্ধা নিহত হয়েছেন। আফ্রিকায় মার্কিন সেনা কমান্ডের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ই্উএস আফ্রিকা কমান্ডের দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার সোমালিয়ার দেবাতসিলি এলাকার পাশে আল শাবাবকে লক্ষ্য করে দুটি বিমান হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
মার্কিন সেনা কমান্ডের বিবৃতি অনুযায়ী, ‘বিমান হামলার মাধ্যমে সন্ত্রাসীগোষ্ঠী আল শাবাবের ভবিষ্যত হামলার পরিকল্পনা কমে যাওয়া ছাড়াও তাদের নেতৃত্বের মধ্যে ছন্নছাড়া ভাব তৈরি হবে ও এই অঞ্চলে তারা যে স্বাধীনতার আন্দোলন করছে তা স্তিমিত হয়ে যাবে। ওই বিমান হামলায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন কিনা সেটা আমরা খতিয়ে দেখছি।’
তবে আল শাবাবের পক্ষ থেকে এ হামলার বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। দেশটির সরকারকে পতন করে নিজেদের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন ধরে স্বশস্ত্র এই গোষ্ঠীটি সোমালিয়ায় হামলা চালিয়ে আসছে। এদিকে সোমালিয়ার সরকারের তরফ থেকেও মার্কিন বিবৃতির বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।