নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
২০১৪ সালে সাক্ষরিত চুক্তি অনুযায়ী ২০২৩ সালের মধ্যে পাকিস্তানের বিপক্ষে ছয়টি সিরিজ খেলার কথা ভারতের। অঙ্গিকারনামা মেনে ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। যে কারণে ক্ষতিপূরণ চেয়ে আইসিসির কাছে মামলা করে পাকিস্তান। মামলার রায়কে বিষয়বস্তু বানিয়ে গতকাল নিজেদের অফিসিয়াল টুইটার পেজে আইসিসি জানায়, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আনিত অভিযোগ খারিজ করে দিয়েছে বিরোধ মীমাংসা প্যানেল।’
চুক্তি অনুযায়ী ২০১৪ সালের নভেম্বর ও পরের বছরের ডিসেম্বরে দুটি সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুমনি না থাকার অজুহাতে কোন সিরিজেই খেলতে রাজি হয়নি ভারত। যে কারণে আইসিসির কাছে ৬৩ মিলিয়ন ইউএস ডলার আর্থিক ক্ষতিপূরণ মামলা দায়ের করে পিসিবি। গত ১ থেকে ৩ অক্টোবর দুবাইয়ে আইসিসির সদর দপ্তরে এর শুনানি অনুষ্ঠিত হয়। তিন সদস্যের আইসিসি বিরোধ মীমাংসা প্যানেলের রায়ে বলা হয়, ‘পিসিবির দাবি খারিজ করে দেওয়া হয়েছে। এর বিপক্ষে আপিলের সুযোগ নেই।’
এমতাবস্থায় উল্টো বিপাকে পড়তে যাচ্ছে পিসিবি। মামলার ক্ষতিপূরণ চেয়ে এবার উল্টো পিসিবির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বিসিসিআই। বিসিসিআই এর সিওএ প্রধান বিনোদ রায় বলেন, ‘আমাদের দাবির যথার্থতা প্রমাণিত হয়েছে বলে ভালো লাগছে। পিসিবি যাকে সমঝোতা স্মরক বলছে সেটি আসলে ছিল প্রস্তাবনা পত্র।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।