বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের সামনের রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি জীবিত নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে কার্জন হলের সামনের বিআরটিসি বাসের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ঢামেক সূত্র বলেন, শাহিন নামে ঢাবির এক কর্মচারী কার্জন হলের সামনে দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় শিক্ষার্থীদের বহনকারী দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসের নিচ থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। তখন তিনি ঘটনাস্থলে গিয়ে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতক কন্যা শিশুকে পড়ে থাকতে দেখেন। পরে শিশুটিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই বাচ্চু মিয়া বলেন, শিশুটিকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কে বা কারা তাকে ওই স্থানে ফেলে গেছে সেটি জানা যায়নি। শিশুটির পরিচয় জানতে অনুসন্ধ্যান চলছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, শিশুটির বয়স একদিন হতে পারে। তবে তার শারিরীক অবস্থায় খুবই আশঙ্কাজনক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।