Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইভানকার ব্যক্তিগত ই-মেইল সরকারি কাজে ব্যবহার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে, হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা ইভানকা ট্রাম্প সরকারি কাজের শ’ শ’ ইমেইল ব্যক্তিগত ইমেইল একাউন্ট ব্যবহার করে পাঠিয়েছেন বিভিন্ন স্থানে। এ ঘটনা ঘটিয়েছেন তিনি গত বছর। ওই ইমেইলগুলো তিনি পাঠিয়েছেন হোয়াইট হাউসের বিভিন্ন সহযোগীর কাছে, মন্ত্রী পরিষদের সদস্যদের কাছে এবং ইভানকার নিজের সহকারীদের কাছে। সোমবার ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, এর অনেক ক্ষেত্রেই ইভানকা সরকারি রেকর্ড সংক্রান্ত যে গোপনীয়তা বজায় রাখার নিয়ম আছে তা লঙ্ঘন করেছেন। একই কাজ করার কারণে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্রেট দল থেকে প্রতিদ্ব›দ্বী হিলারি ক্লিনটনকে নির্দয়ভাবে সমালোচনা করেছিলেন ট্রাম্প। হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে তার ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করেছিলেন। এ জন্য তাকে ‘ক্রকড হিলারি’ বলে আখ্যায়িত করেছিলেন ট্রাম্প। আরো বলেছিলেন, তাকে জেলে পাঠানো উচিত। তবে এবার ইভানকার ইমেইল ব্যবহার নিয়ে প্রশ্নের তাৎক্ষণিক জবাব দেয়নি হোয়াইট হাউস। ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ