প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ-এর আয়োজনে টিএসসি মিলনায়তনে শুরু হয়েছে তিনদিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য উৎসব ২০১৮। উৎসবে মঞ্চস্থ হবে আমিনা সুন্দরী, ক্রাচের কর্নেল ও নিত্যপুরাণ নাটক তিনটি। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যজন সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মাসুম রেজা, ত্রপা মজুমদার এবং মু. মাহতাব উদ্দিন আরজু। গতকাল সন্ধ্যা ৬ টায় থিয়েটার আর্ট ইউনিট দলের অভিনয়ে মঞ্চায়িত হয় নাটক ‘আমিনা সুন্দরী’। বিভিন্ন ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা নিয়ে আজ সন্ধ্যা ৬ টায় কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ক্রাচের কর্নেল উপন্যাসটির নাট্যরূপ মঞ্চায়িত করবে নাট্যদল 'বটতলা'। উৎসবের শেষ দিন ২২ নভেম্বর সন্ধ্যা ৬ টায় দেশ নাটক দলের পরিবেশনায় নাটক নিত্যপুরাণ। প্রতিটি নাটকের টিকেট মূল্য ৫০ টাকা। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক ইত্তেফাক, রেডিও আম্বার, সারাবাংলা এবং যমুনা টেলিভিশন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।