বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম গতকাল কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের সবচেয়ে দুর্গম চরাঞ্চল হিসেবে পরিচিত চরচিলমারী ও উদয়নগর বিওপি এবং মেহেরপুরের সীমান্ত এলাকার বাজিতপুর বিওপি পরিদর্শন করেন। তিনি বিজিবির মহাপরিচালক হিসেবে যোগদানের পর থেকেই দেশের বিভিন্ন দুর্গম সীমান্তের বিওপি এবং সেখানকার সীমান্ত ব্যবস্থাপনার উন্নয়নের বিষয়টিকে সবচেয়ে বেশী অগ্রাধিকার দিয়েছেন। এরই ধারাবাহিকতায় তিনি কুষ্টিয়ার চরচিলমারী, উদয়নগর এবং মেহেরপুরের বাজিতপুর বিওপি পরিদর্শন করলেন। চরচিলমারী সীমান্তে যাতায়াতের সড়ক বা উপযুক্ত রাস্তা না থাকায় চর এলাকার মধ্যদিয়ে বিজিবি মহাপরিচালক নিজে মোটরসাইকেল চালিয়ে বিওপিতে যান এবং কিছু স্থানে মোটরসাইকেল চালানো সম্ভব না হওয়ায় সেখানে পায়ে হেটে অতিক্রম করেন। সীমান্ত পরিদর্শনের সময় বিজিবি’র দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালেদ আল মামুন, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল রাশিদুল আলম এবং বিজিবি’র কর্মকর্তাবৃন্দ মহাপরিচালকের সাথে ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।