Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামিনে মুক্ত আ.লীগ নেতা হাজী ইকবাল

যুবলীগ নেতা খুনের মামলা

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

যুবলীগ নেতা মো. মহিউদ্দিন মহিদ হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল গতকাল সোমবার মুক্তি পেয়েছেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ফখরুদ্দিন জানান, হাইকোর্ট থেকে পাওয়া জামিনের নথিপত্র যাচাই বাছাই করে ইকবালকে মুক্তি দেন তারা। মুক্তি পাওয়ার পর কারাগারের বাইরে অপেক্ষমান অনুসারীদের সঙ্গে একটি গাড়িতে করে চলে যান হাজী ইকবাল।
চলতি বছরের ২৬ মার্চ সল্টগোলা এলাকায় হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলাকালে যুবলীগকর্মী মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, পুত্র ও শ্যালককে নিয়ে হাজী ইকবাল নিজেই মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় মহিউদ্দিনের মা নূর নেছার বেগম বাদি হয়ে হাজী ইকবাল, তার ভাই মুরাদসহ ১৭ জনকে আসামি করে মামলা করেন।
গত ২২ জুলাই হাজী ইকবাল, তার ভাই, ছেলে, মেয়ে জামাইসহ ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় বন্দর থানা পুলিশ। এরপর ১০ সেপ্টেম্বর চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন হাজী ইকবাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ