নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষে বল নিয়ে কি বিতণ্ডে জড়িয়েছিলেন ইয়াসির শাহ ও হাসান আলি? দুইজনই যে পেয়েছেন পাঁচ উইকেট করে। তবে স্বারক হিসেবে বলটা হয়ত হাসানের হাতেই তুলে দেবেন ইয়াসির। এমন কীর্তি যে তিনি আগেও করেছেন ১৩ বার। সেই হিসেবে প্রথম পাঁচ উইকেট পাওয়া হাসানেরই তো বলটা প্রাপ্য।
প্রথম দিনেই নিউজিল্যান্ডকে গুটিয়ে ম্যাচের লাগাম হাতে নিয়েছিল পাকিস্তান। তৃতীয় দিন শেষেও সরফরাজ আহমেদের দল তা শক্ত হাতে ধরে রেখেছে হাসান-ইয়াসিরের কল্যাণেই। তাদের তাণ্ডবেই আবু ধাবি টেস্টে পাকিস্তানকে মাত্র ১৭৬ রানের লক্ষ্য দিতে পেরেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে যেতে শেষ দুই দেনে পাকিস্তানের দরকার ১৩৯ রান, নিউজিল্যান্ডের ১০ উইকেট।
প্রথম ইনিংসে ১৫৩ রানে গুটিয়ে যাওয়া নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে করেছে ২৪৯। একটু সাবধান হলে এই পিচে যে ব্যাট করা যায় তা গতকাল দেখিয়েছেন বিজে ওয়াটলিং (৫৯) ও হেরনি নিকোলস (৫৫)। মাঝের সেশনের পুরোটাই ইয়াসির-আব্বাস-হাসান-বেলালদের সামলে পঞ্চম উইকেটে তারা গড়েন ১১২ রানের জুটি। ইনিংসের দুটি ফিফটিও তাদের। এছাড়া দুটি ত্রিশোর্ধো ইনিংস আসে জিত রাভাল (৪৬) ও অধিনায়ক শেন উইলিয়ামসনের (৩৭) ব্যাট থেকে। হাসানের পাঁচ উইকেট এসেছে ৪৫ রানের খরচায়, ইয়াসিরের খরচ হয়েছে ১১০ রান।
জবাবে ৮ ওভারে কোন অঘটন ছাড়াই ৩৭ রান তুলে দিন শেষ করেন দুই পাক ওপেনার ইমাম-উল-হক (২৫*) ও মোহাম্মদ হাফিজ (৮*)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।