Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’দিনের মধ্যে জামাল খাশোগি হত্যার প্রতিবেদন প্রকাশ করা হবে -ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ১১:৩১ এএম

যুক্তরাষ্ট্র ‘আগামী দু’দিনের মধ্যে’ সৌদি আরবের সমালোচক জামাল খাশোগির হত্যাকারীর নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন। খবর এএফপি’র।

এই হত্যাকান্ড নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। আবার এই ঘটনাকে কেন্দ্র করেই ওয়াশিংটন ও তাদের দীর্ঘ দিনের মিত্র রিয়াদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে।

এদিকে রিয়াদ এই হত্যা নিয়ে আলোচনার ইতি টানার আহবান জানিয়েছে এবং এ ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের আহ্বান প্রত্যাখান করেছে।

দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর ক্যালিফোর্নিয়ার মালিবুতে ট্রাম্প বলেন, এই হত্যাকান্ড কে ঘটিয়েছে সে ব্যাপারে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন সোমবার বা মঙ্গলবারের মধ্যে প্রকাশ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাশোগি হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ