Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

জার্মানিতে ইসলামবিরোধী ম্যানিফেস্টো অনুমোদন

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জার্মানিতে মুসলমানদের আজান, বোরকা, এবং মসজিদের মিনার নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে এক নির্বাচনী ম্যানিফেস্টো অনুমোদন করেছে একটি উগ্র ডানপন্থি দল। অলটারনেটিভ ফ্যুর ডয়েচলান্ড (এএফডি) নামের এই দলটি সম্প্রতি আঞ্চলিক নির্বাচনে বেশ ভালো ফল করেছে। তাদের সম্মেলনে ইসলামবিরোধী একটি কড়া নির্বাচনী ম্যানিফেস্টো অনুমোদন করা হয়। এতে বলা হয়, জার্মানিতে ইসলাম ধর্মের কোন স্থান নেই। এতে মুসলমানদের আজান, পুরো মুখম-ল ঢাকা নিকাব এবং মসজিদের মিনার নির্মাণ নিষিদ্ধ করার লক্ষ্য ঘোষিত হয়।
বিবিসির সংবাদদাতা বলছেন, ইউরোবিরোধী দল হিসেবে যাত্রা শুরু করা এএফডি এখন পুরোপুরি অভিবাসনবিরোধী বা আরো স্পষ্টভাবে ইসলামবিরোধী পার্টিতে পরিণত হয়েছে। একজন ডেলিগেট সম্মেলনে বক্তৃতা দেবার সময় বলেন, জার্মানির জন্য ইসলাম একটি বিদেশি ধর্ম। তাই এখানে খ্রিস্টানদের মতো সমান অধিকার মুসলিমদের থাকা উচিত নয়। এ সময় অন্য ডেলিগেটরা জোরে করতালি দেন। এই সম্মেলন শুরুর আগে মিলনায়তনের বাইরে সংঘর্ষ হয় এবং পুলিশ কয়েকশ বামপন্থি বিক্ষোভকারীকে আটক করে।
গত এক বছরে যুদ্ধবিক্ষুব্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ১০ লাখেরও বেশি অভিবাসী- যাদের অনেকেই মুসলিম-জার্মানিতে আসার পর, দেশটিতে এএফডির পক্ষে সমর্থন বেড়েছে। আঞ্চলিক নির্বাচনেও দলটি ভালো করেছে। অর্ধেকেরও বেশি আঞ্চলিক পার্লামেন্টে এএফডি আসন পেয়েছে। অনেকেই বলছেন, হয়তো আগামি বছর এই প্রথমবারের মতো জাতীয় পার্লামেন্টে দলটি আসন পেয়ে যেতে পারে। জার্মানিতে প্রায় ৫০ লক্ষ মুসলিম বাস করে যারা জনসংখ্যার পাঁচ শতাংশ। এদের অনেকেই তুরস্ক থেকে আসা এবং তারা কয়েক প্রজন্ম ধরে এদেশে বাস করছে। অনেকেই বলছেন- এএফডির ইসলাম সম্পর্কে অবস্থান বিপজ্জনক এবং বিভক্তি সৃষ্টিকারী। একজন মুসলিম নেতা বলেন, তাদের নীতি অনেকটা ইহুদিদের ব্যাপারে নাৎসীদের অবস্থানের মতো। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানিতে ইসলামবিরোধী ম্যানিফেস্টো অনুমোদন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ