Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিএনএন’র কাছে হেরে গিয়ে ফের সাংবাদিকদেরকে হুমকি ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সিএনএন-এর সাংবাদিক জিম অ্যকোস্তার হোয়াইট হাউজে প্রবেশে প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া নিষেধাজ্ঞা বাতিল করে সাময়িকভাবে তার প্রবেশাধিকার ফিরিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। মার্কিন এই প্রভাবশালী সংবাদমাধ্যমটির করা এক আবেদনের প্রেক্ষিতে আদালতের পক্ষ থেকে এ রায় দেন বিচারপতি টিমোথি জে কেলি। গত ৭ নভেম্বর হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাদানুবাদের জের ধরে জিম অ্যাকোস্টার হোয়াইট হাউসে ঢোকার প্রেস পাস বাতিল করা হয়। ওই সংবাদ সম্মেলনে সিএনএনের সাংবাদিক অ্যাকোস্তা অভিবাসী ইস্যু নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন। প্রশ্ন করার পর উভয়ের মধ্যে শুরু হয় কথার লড়াই। ঘটনার সময় অ্যাকোস্তার মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। এই ঘটনার পর সিএনএন-এর ওই সাংবাদিকের হোয়াইট হাউসে ঢোকার প্রেস পাস বাতিল করেন ট্রাম্প। অ্যকোস্তার প্রেস পাস বাতিল করার পর হোয়াইট হাউসে অ্যাকোস্তার প্রবেশে নিষেধাজ্ঞা সংবিধান লঙ্ঘনের শামিল এই অভিযোগ তুলে গত মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ কয়েক সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করে সিএনএন। সেই মামলার রায়ে এ নির্দেশ দেন আদালত। অপর এক খবরে বলা হয়, ফের সাংবাদিকদের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ার করে সাংবাদিকদের বলেন, সাংবাদিকেরা তার সঙ্গে শোভনীয় আচরণ না করলে সংবাদ সম্মেলন ত্যাগ করবেন তিনি। খবর বিবিসির। সম্প্রতি হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনের সময় সিএনএনের সাংবাদিক জিম অ্যা কোস্টার সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন মার্কিন এই প্রেসিডেন্ট। সেই ঘটনার জেরে জিমকে হোয়াইট হাউসে নিসিদ্ধ ঘোষণা করেন। এর প্রতিবাদে ট্রাম্প সরকারের বিরুদ্ধে মামলা করেন সিএনএন। সেই মামলায় জয়ী হয় সিএনএন। তারই পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের হুমকি দিলেন ট্রাম্প। ট্রাম্পের ভাষ্য, সবাইকে শোভনীয় আচরণ করতে হবে। এবং নিয়ম নীতি মানতে হবে। যদি কেউ না মানে তাহলে আমরা আদালতে যাবো এবং জয়ী হব। এর থেকে বড় কথা কেউ তা না শুনলে আমরা সংবাদ সম্মেলন ত্যাগ করবো। এতে নিশ্চই আপনারা কেউ খুশী হবেন না। সিএনএন, রয়টার্স।



 

Show all comments
  • তাৱেক ১৮ নভেম্বর, ২০১৮, ২:১৭ এএম says : 0
    খুৰই চমৎকাৱ ।
    Total Reply(0) Reply
  • প্রিতম ১৮ নভেম্বর, ২০১৮, ১০:৩৪ এএম says : 0
    তিনি মানুষটাই এরকম
    Total Reply(0) Reply
  • জাফর ১৮ নভেম্বর, ২০১৮, ১০:৩৪ এএম says : 0
    তার মাথায় মনে হয় সমস্যা আছে
    Total Reply(0) Reply
  • মানিক ১৮ নভেম্বর, ২০১৮, ১০:৩৫ এএম says : 0
    দিনে দিনে তিনি নিজেকে হাসির পাত্র হিসেবে পরিণত করেছেন।
    Total Reply(0) Reply
  • তপন ১৮ নভেম্বর, ২০১৮, ১০:৩৬ এএম says : 0
    এত গুরুত্বপূর্ণ পদে বসে এমন আচারণ করাটা মোটেই ঠিক না।
    Total Reply(0) Reply
  • কাজল ১৮ নভেম্বর, ২০১৮, ১০:৩৭ এএম says : 0
    বড় পদে থাকলে এমন অনেক বিষয় থাকে যেগুলো অপছন্দনীয়, কিন্তু সেগুলোও সহ্য করতে হয়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ